বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ : মোসাদ্দেক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৯ এএম, ১৮ মে ২০১৯
বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ : মোসাদ্দেক

ছবি : এএফপি

ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ত্রিদেশীয় কোন সিরিজের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনালে জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন বিশ্বকাপের ভালো করবে বাংলাদেশ।

শুক্রবার বৃষ্টির বাধায় বাংলাদেশের সামনে ২৪ ওবারে ২১০ রানের টার্গেট দাঁড়ালে অনেকটাই শঙ্কায় পড়ে যায়। ভালো শুরুর পরও শেষের দিকে রান তোলার গতি কমে গেলে এ শঙ্কা আরও বেড়ে যায়। ঠিক সেই সময়ে নায়ক রূপে নিজেকে প্রকাশ করে সৈকত। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বলে একের পর এক ছক্কা হাঁকিয়ে জয তুলে নেন। ২৪ বলে ৫২ রান তুলেন সৈকত।

ম্যাচ শেষে ফাইনাল জয়ের নায়ক সৈকত বলেন, ‘এটা অনেক ভালো লাগার ব্যাপার (ম্যাচ সেরা হওয়া)। আমরা প্রথম কাপ জিতলাম, সেটিও দেশের বাইরে। আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, বিশ্বকাপের আগে অনেক আত্মবিশ্বাস আমরা পেয়েছি।’

মোসাদ্দেক বিশ্বাস করেন এ আত্মবিশ্বাস বিশ্বকাপেও কাজে লাগবে। বলেন, ‘আমি মনে করি, আমাদের ব্যাটিং ও বোলিং ইউনিট যা আছে, এখানকার মতো খেলতে পারলে বিশ্বকাপেও ভালো কিছু করতে পারব। আমরা খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছি।’
sportsmail24
বিশ্বকাপে নিজের ভূমিকা তিনি বলেন, ‘ইংল্যান্ডে উইকেট হয়তো এখানকার চেয়ে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আমরা নিচের দিকে এভাবে খেলতে পারলে দলকে জেতাতে সাহায্য করবে। আমার ব্যক্তিগত লক্ষ্যও সেটিই, সুযোগ পেলে এমন কিছু করব যা দলের কাজে লাগবে।’

ফাইনাল ম্যাচে ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন মোসাদ্দেক হোসের সৈকত।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথমবারের মত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার

বিশ্বকাপের প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার

প্রকাশ হলো বিশ্বকাপের থিম সং

প্রকাশ হলো বিশ্বকাপের থিম সং

যে কারণে বিশ্বকাপে মোসাদ্দেক হোসেন সৈকত

যে কারণে বিশ্বকাপে মোসাদ্দেক হোসেন সৈকত