বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে যা হবে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৮ জুলাই ২০১৯
বৃষ্টিতে সেমিফাইনাল পরিত্যক্ত হলে যা হবে

ফাইল ফটো

বৃষ্টি তো আর বলে কয়ে আসেনা। আর আবহাওয়ার গ্যারান্টিই বা কে দেবে! এ কথা চিন্তা করেই বিশ্বকাপের নকআউট পর্বের জন্য রিজার্ভ ডে’র ব্যবস্থা রেখেছে আইসিসি। নির্ধারিত দিনে খেলা না হলে পরের দিন তা শেষ করা হবে। কিন্তু প্রশ্ন হলো, রিজার্ভ ডে’তেও যদি ম্যাচের মীমাংসা না হয়, তখন কী হবে?

এ ব্যাপারেও পরিষ্কার জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গ্রপ পর্বে কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। টাই হলেও একই ব্যবস্থা নির্ধারিত ছিল।

কিন্তু সামনে আসন্ন সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে রয়েছে নানান প্রশ্ন। এরই মধ্যে সেরা চার দল পেয়ে গেছে ২০১৯ আসর। আগামী ৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারত- নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে সেমির লড়াই। আর দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই বার্মিংহামের এজবাস্টনে হবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথ।

উভয় ম্যাচের দিন বৃষ্টির আশংকা আছে। ম্যানচেস্টারে বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। আর বার্মিংহামে সেই সম্ভাবনা আছে ৩০ শতাংশ। এমনকি দুই ম্যাচের রিজার্ভ ডে’তেও বৃষ্টির শংকা আছে।

ওই দিনগুলোতে খেলা না গড়ালে বিশেষ নিয়ম রেখেছে আইসিসি। শেষ চারের খেলা রিজার্ভ ডেতে সম্পন্ন না হলে লিগপর্বে যে দল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকবে, তারা ফাইনালের টিকিট পাবে। ফাইনালের জন্যও নিয়ম আছে। বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তেও ফাইনালি লড়াইয়ের পরিসমাপ্তি না ঘটলে দুই ফাইনালিস্টের মধ্যে শিরোপা ভাগ করে দেয়া হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের ‘বাঙালি’ বলায় সাংবাদিককে শুধরে দিলেন সরফরাজ

টাইগারদের ‘বাঙালি’ বলায় সাংবাদিককে শুধরে দিলেন সরফরাজ

বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে যা বললেন মাশরাফি

বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে যা বললেন মাশরাফি

সত্যিই সেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো : সাকিব

সত্যিই সেদিন লক্ষ্যে পৌঁছতে পারবো : সাকিব

‌২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ : মাশরাফি

‌২০২৩ বিশ্বকাপে ফেভারিট হিসেবে খেলবে বাংলাদেশ : মাশরাফি