আবাহনীকে হ্যাটট্রিক শিরোপা দিতে চান মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৬ মার্চ ২০২০
আবাহনীকে হ্যাটট্রিক শিরোপা দিতে চান মুশফিক

তিন বছর পর ঢাকা ক্রিকেট লিগে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম। ফর্ম ধরে রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আবাহনী লিমিটেডকে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হ্যাটট্রিক শিরোপা এনে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিক ক্যারিয়ারে এই প্রথম ঘরোয়া ক্রিকেটের পাওয়ার হাউজ আবাহনীর হয়ে খেলছেন। ক্লাবটির হয়ে অভিষেক ম্যাচেই পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২৪ বলে ১২৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি।রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার সেঞ্চুরিতে ৮১ রানের জয় পেয়েছে আবাহনী।

গত মৌসুমে ডিপিএলে অংশ নেননি মুশফিক। সর্বশেষ ২০১৭ সালে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। রোববার ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘গত বছর আমি এই লিগে খেলিনি। সুতরাং লিগে ফিরেই সেঞ্চুরি করার অনুভুতি খুবই ভালো। তিন বছর পর যে আমি সেঞ্চুরি করলাম সেটি আমার মাথায় ছিল না। এটি ছিল আমাদের প্রথম ম্যাচ এবং আমরা বেশ ভালো সূচনা করেছি। এটিই হচ্ছে বড় ব্যাপার।’

শিরোপা ধরে রাখতে পারলে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের গৌরব অর্জন করবে। মুশফিকও এ বিষয়ে আশাবাদী। যে দলটি পেয়েছেন সেটি দিয়ে শিরোপা অক্ষুণ্ন রাখা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।

মুশফিক বলেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, আবাহনী হচ্ছে দেশের শীর্ষ দল। আমরা এবারও সে রকম একটি দল পেয়েছি। আমি নিশ্চিত এ দল শিরোপা অক্ষুণ্ন রাখতে পারবে।

মুশফিক যখন মাঠে নামেন তখন বেশ কঠিন পরিস্থিরি মুখোমুখি ছিল আবাহনী। ৬ রানেই হারিয়ে বসে দুটি উইকেট। ক্রিজ ছেড়ে যেতে বাধ্য হন দারুন ফর্মে থাকা দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। শেষ পর্যন্ত ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিক ও মোসাদ্দেকের ১৬০ রানের পার্টনারশীপে ৭ উইকেটে ২৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় ধানমন্ডীর ক্লাবটি। এতেই পিছিয়ে পড়ে পার্টেক্স।

চাপের মধ্যে এমন খেলা উপভোগ করেন বলে জানিয়ে মুশফিক বলেন, ‘এটি ছিল আমাদের প্রথম ম্যাচ। যে কারণে ছেলেরা কিছুটা নার্ভাস ছিল। তবে আমি ব্যক্তিগতভাবে চাপকে উপভোগ করি। সবসময় চেষ্টা করি দলের জন্য কিছু করার। সেটি জাতীয় দলের হোক কিংবা ঘরোয়া ক্রিকেট। সত্যি কথা বলতে শুরুতে আমিও কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। এ কারণে রানের খাতা খোলার আগে আমি বেশ কিছু বল নষ্ট করেছি।’

মুশফিক রোববার লিগে নিজের প্রথম ম্যাচে প্রথম রানের দেখা পেয়েছেন ২৪তম বলে। এর আগে ২৩টি বল মোকাবেলা করে কোন রান করতে পারেননি মুশফিকুর রহিম। তবে ১২৪ বলে ১২৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

মুশফিকের সেঞ্চুরি, আবাহনীর শুভ সূচনা

মুশফিকের সেঞ্চুরি, আবাহনীর শুভ সূচনা

প্রথম দিনেই অঘটনের জন্ম দিল ওল্ড ডিওএইচএস

প্রথম দিনেই অঘটনের জন্ম দিল ওল্ড ডিওএইচএস

সুবিচার করতে না পারলে আমিই সরে দাঁড়াবো : তামিম

সুবিচার করতে না পারলে আমিই সরে দাঁড়াবো : তামিম

বঙ্গবন্ধু ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি

বঙ্গবন্ধু ডিপিএলে মুশফিকের সেঞ্চুরি