আবারও শীর্ষে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০২ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮
আবারও শীর্ষে ভারত

গেল ছয় মাসের মধ্যে তৃতীয়বারের মত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠলো ভারত। গতরাতে পোর্ট এলিজাবেথে পঞ্চম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করায় ওয়ানডেতে আবারও শীর্ষে ওঠে এসেছে কোহলির নেতৃত্বাধীন ভারত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে হারলেও শীর্ষস্থান অটুট থাকবে ভারতের। আর জিতলে শীর্ষস্থান শক্তপোক্ত হবে টিম ইন্ডিয়ার। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও দখলে রেখেছে ভারত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে দ্বিতীয়স্থানে ছিল ভারত। সিরিজের প্রথম দু’ম্যাচ জিতে শীর্ষে ওঠে আসে। তৃতীয় ওয়ানডেও জিতেছিল তারা। তবে চতুর্থ ওয়ানডে জিতে র‌্যাংকিংয়ে ভারতের পাশে বসেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পঞ্চম ওয়ানডে জয়ের পর আবারও শীর্ষস্থান দখলে নেয়। সেই সাথে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ের কীর্তিও গড়ে বিরাট কোহলির দল।

সিরিজের শেষ ওয়ানডে জিতলে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান আরও শক্তপোক্ত করবে ভারত। শেষ ম্যাচ জিতলে ভারতের রেটিং হবে ১২৩। দক্ষিণ আফ্রিকার হবে ১১৭।

দ্বিতীয়স্থানে নেমে যাওয়া দক্ষিণ আফ্রিকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তৃতীয়স্থানে থাকা ইংল্যান্ড। আসন্ন পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারালে প্রোটিয়াদের টপকে দ্বিতীয়স্থানে ওঠে আসবে ইংলিশরা।

এদিকে গতরাতে শারজাহতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারায় আফগানিস্তান। ফলে জিম্বাবুয়েকে টপকে র‌্যাংকিংয়ের দশমস্থানে ওঠে এসেছে আফগানিস্তান। ১১তমস্থানে নেমে গেছে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেই দশমস্থান ধরে রাখতে সক্ষম হবে আফগানরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে তামিম-মুশফিক, দলে মিথুন

ইনজুরিতে তামিম-মুশফিক, দলে মিথুন

বাংলাদেশেও হতে পারে ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি

বাংলাদেশেও হতে পারে ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফি

শেষ মিশনে সফলতা চায় বাংলাদেশ

শেষ মিশনে সফলতা চায় বাংলাদেশ

আর্থিক সঙ্কটে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে শঙ্কা

আর্থিক সঙ্কটে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে শঙ্কা