কোহলিতে মজেছে দুই পাকিস্তানি নারী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮
কোহলিতে মজেছে দুই পাকিস্তানি নারী

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দক্ষিণ আফ্রিকা সফরটি দারুণ কেটেছে। ৬ ম্যাচ সিরিজে তার ব্যাট থেকে এসেছে ৩টি সেঞ্চুরি। এছাড়া সর্বমোট ৫৫৮ রান সংগ্রহ করেছেন এ ব্যাটসম্যান। পাশাপাশি ৩৫টি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি। আর বিরাটের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন বিশ্বের বড় বড় ক্রিকেটাররা।

এমনকি পাকিস্তানি মহিলা দলের দুই ক্রিকেটার সঈদা নাইন আবিদি ও কায়নাত ইমতিয়াজ তো কোহলির প্রশংসায় মুখর। সঈদা বলেছেন, ‘‌কখনও লক্ষ্য থেকে সরে আসে না। ৩৫ টা শতরান করে ফেলল। দুরন্ত ব্যাটিং। সত্যিকারের জিনিয়াস।’‌

কাইনাত বলেছেন, ‘‌কী দুর্ধর্ষ ক্রিকেটার।’‌ কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি কোনও দ্বিপাক্ষিক সিরিজে তিনটি শতরান করলেন। ৫০০–র উপর রান করলেন। সিরিজে কোহলি করেছেন ৫৫৮।

এদিকে সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন বলেছেন, ‘‌রকস্টার। সত্যিকারের লড়াকু। সবসময় জিততে ভালোবাসে। নিজের উপর বিশ্বাস রাখে।’‌

আফগান ক্রিকেটার রশিদ খান বললেন, ‘‌রান মেশিন। একের পর এক শতরান করছে। রান তাড়া করতে দক্ষ।’‌

রবিচন্দ্রন অশ্বিন বললেন, ‘‌দিনটাই কোহলির ছিল। কী সহজে ৩৫ নম্বর শতরানটা করে ফেলল।’‌

সুরেশ রায়নার কথায়, ‘‌অন্যতম সেরা ইনিংস। অভিনন্দন কোহলি। দক্ষিণ আফ্রিকায় প্রথম একদিনের সিরিজ জিতল ভারত। দুরন্ত।’‌

যুবরাজ সিংয়ের বক্তব্য, ‘‌ছেলেরা দুরন্ত লড়াই করেছে। দক্ষিণ আফ্রিকাকে ৫–১ উড়িয়ে দিয়েছে। তিনটে শতরান। দুরন্ত ব্যাটিং। বিরাটকে অভিনন্দন।’‌


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে ২১১ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

বাংলাদেশকে ২১১ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

প্রীতিকে জবাব দিলেন গাপটিল!

প্রীতিকে জবাব দিলেন গাপটিল!

ইংল্যান্ডের কাছে হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

ইংল্যান্ডের কাছে হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

আগেই ইংল্যান্ড যেতে চায় ভারত

আগেই ইংল্যান্ড যেতে চায় ভারত