এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৯ ডিসেম্বর ২০২০
এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ

ফাইল ফটো

কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কা কঠোর অবস্থানে স্থগিত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের সফর। গত সেপ্টেম্বরে স্থগিত হওয়া সেই টেস্ট সিরিজ নিয়ে আবারও আলোচনা শুরু করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার (২৮ ডিসেম্বর) বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘হ্যাঁ, শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে বোর্ডের সাথে কথা হচ্ছে। বেসিক্যালি এ প্রপোজালটা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে এসেছে।’

সুজন বলেন, ‘সিরিজটি যখন বাতিল হয়েছিল তখনকার সময় আমাদের কমিটম্যান্ট ছিল যে, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটম্যান্ট রয়েছে সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কা সাথে টেস্ট ম্যাচ খেলবো এবং সেই সাথে যদি অন্য কিছু অ্যাড হয় সেটা। আমাদের এফটিপি-তে (ফিউচার ট্যুর প্রোগ্রাম) যদি ওই স্পেসটা পাওয়া যায় তাহলে আমরা সেভাবে কাজ করবো।’

কবে নাগাদ এ সিরিজ হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এপ্রিলকে (২০২১ সাল) টার্গেট করেই কাজ করা হচ্ছে। এ সময় এভেলেবল স্পেসটা আছে, আমাদের এবং শ্রীলঙ্কার জন্য। আমরা সেভাবেই কাজ করছি। তবে কতটা ম্যাচ খেলা হবে তার পুরোটাই ডিপেন্ড করবে স্পেসের ওপর।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত তিন ম্যাচের এ সিরিজটি খেলতে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। প্রায় একমাস পর ২৪ অক্টোবর শুরু করার কথা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় সিরিজটি নিয়ে সে সময় বেশ আশায় ছিল বাংলাদেশ ‍ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে করোনা পরিস্থিতি নিয়ে কোয়ারেন্টাইন ইস্যুতে কঠোর অবস্থানে থাকায় বিসিবি শ্রীলঙ্কা সফরে যেতে রাজি হয়নি

শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করে বিসিবি। যার ফলে দ্রুতই তিন দলের প্রেসিডেন্ট’স কাপ আয়োজন করে। টুর্নামেন্টটি সফলভাবে শেষ করায় আরও বড় পরিসরে পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করে বিসিবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চার্টার্ড বিমানে উড়বে ইংল্যান্ড ক্রিকেট দল : শ্রীলঙ্কা

চার্টার্ড বিমানে উড়বে ইংল্যান্ড ক্রিকেট দল : শ্রীলঙ্কা

লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো জাফনা স্ট্যালিয়ন্স

লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো জাফনা স্ট্যালিয়ন্স

টি-টেন মাতাবেন ছয় বাংলাদেশি ক্রিকেটার

টি-টেন মাতাবেন ছয় বাংলাদেশি ক্রিকেটার

ঢাকায় তিনদিন পর অনুশীলন সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকায় তিনদিন পর অনুশীলন সুবিধা পাবে ওয়েস্ট ইন্ডিজ