দ্রুত ২শ উইকেট শিকারে তৃতীয় রাবাদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৯ জানুয়ারি ২০২১
দ্রুত ২শ উইকেট শিকারে তৃতীয় রাবাদা

টেস্টে ক্রিকেটে কম ডেলিভারিতে ২শ উইকেটের মাইলফলক স্পর্শে রেকর্ড বইয়ের তৃতীয়স্থানে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবদা। চলমান করাচি টেস্টের দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) পাকিস্তানের হাসান আলিকে আউট করে ক্রিকেটের বড় ফরম্যাটে ২শ উইকেট পূর্ণ করেন রাবাদা।

টেস্টে নিজের ৮১৫৪তম ডেলিভারিতে ২শ উইকেট পূর্ণ করলেন দক্ষিণ আফ্রিকার এ ডানহাতি পেসার। টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম ডেলিভারিতে ২শ উইকেট শিকারে সবার উপরে আছেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিস ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। ওয়াকার ৭৭৩০ ও স্টেইন ৭৮৪৮তম ডেলিভারিতে ২শ উইকেট নিয়েছিলেন।

নিজ দেশ দক্ষিণ আফ্রিকার পক্ষেও কম টেস্ট খেলে ২শ উইকেট শিকারেও তৃতীয় স্থানে রাবাদা। স্টেইন ও অ্যালান ডোনাল্ডের পর আছেন রাবাদা। স্টেইন ৩৯ ও ডোনাল্ড ৪২ টেস্টে ২শ উইকেট শিকার করেছিলেন।

কম ম্যাচ খেলে ২শ উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ। ৩৩ ম্যাচে ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি। রাবাদার আগে ছয় পেসার দ্রুত ২শ উইকেট নিয়েছেন।

এছাড়া অন্তত ২শ উইকেট শিকারের ক্লাবে স্ট্রাইক রেটের দিক দিয়ে সবার উপরে আছেন রাবাদা। তার স্ট্রাইক রেট ৪০ দশমিক ৮। দ্বিতীয়স্থানে আছেন তারই স্বদেশী স্টেইন। ৪৩৯ উইকেট নেওয়া স্টেইনের স্ট্রাইক রেট ৪২ দশমিক ৩।

২০১৫ সালের নভেম্বরের ৫ তারিখ ভারতের বিপক্ষে টেস্টে ক্রিকেটে অভিষেক হয় কাগিসো রাবদার। একই বছরের জুলাইয়ে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত বা-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। তবে বাংলাদেশ সে অর্থে টেস্ট ক্রিকেট না খেলায় ফিজের উইকেট সংখ্যা ২৮টি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন পুরস্কার চালু করলো আইসিসি

নতুন পুরস্কার চালু করলো আইসিসি

বাংলাদেশে না আসা শাই হোপ করোনা আক্রান্ত

বাংলাদেশে না আসা শাই হোপ করোনা আক্রান্ত

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

আইপিএলের কারণে পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

শীর্ষ পাঁচে নাম আসবে, চিন্তাও করেননি মিরাজ

শীর্ষ পাঁচে নাম আসবে, চিন্তাও করেননি মিরাজ