ফাওয়াদের সেঞ্চুরি ও শেষ বেলায় উইকেট হারিয়ে চাপে উইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ এএম, ২৪ আগস্ট ২০২১
ফাওয়াদের সেঞ্চুরি ও শেষ বেলায় উইকেট হারিয়ে চাপে উইন্ডিজ

কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে দলীয় ২ রানে ৩ উইকেট হারিয়েছিল সফররত পাকিস্তান। সেখান থেকে বাঁ-হাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলমের দুর্দান্ত এক সেঞ্চুরিতে তৃতীয় দিনে এসে ৯ উইকেটে ৩০২ রানে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে চাপে পড়েঝে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ওভার ব্যাট করে ৩৯ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার (২০ আগস্ট) ম্যাচের প্রথম দিন পায়ে ক্র্যাম্পে টান পড়ায় আহত অবসর হয়ে ব্যক্তিগত ৭৬ রানে মাঠ ছেড়েছিলেন ফাওয়াদ। দ্বিতীয় দিন (শনিবার) বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর তৃতীয় দিনে মাঠে নেমেই ১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুললেন ২০০৯ সালে টেস্ট অভিষেক হওয়া ফাওয়াদ।

ফাওয়াদের অপরাজিত ১২৪ রানের সুবাদে ৯ উইকেটে ৩০২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে দিন শেষে খেলতে নেমে বিপদে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে তারা। ৭ উইকেট হাতে নিয়ে এখনো ২৬৩ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।

প্রথম দিন ২ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক বাবর আজমকে নিয়ে দলকে বিপদমুক্ত করেন ফাওয়াদ। তৃতীয় উইকেটে ১৫৮ রান যোগ করেছিলেন তারা। এতে দিন শেষে ৪ উইকেটে ২১২ রান করেছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ২২ ও ফাহিম আশরাফ ২৩ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন বেশি দূর যেতে পারেনি রিজওয়ান ও ফাহিম। রিজওয়ান ৩১ ও ফাহিম ২৬ রান করে ফিরেন। তবে টেল-এন্ডারদের নিয়ে দারুন লড়াই করেন ফাওয়াদ। ১৮৬তম বলে সেঞ্চুরির স্বাদ নেন তিনি।

টেল-এন্ডাররা আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ফাওয়াদ। ২১৩ বলে ১৭টি চারে ১২৪ রান করেন তিনি। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কেমার রোচ ও জেইডেন সিলেস ৩টি করে উইকেট নেন।

ব্যাট হাতে নেমে ৯ রানে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে বিদায় দেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ক্রেইগ ব্রাথওয়েট ৪ ও কাইরেন পাওয়েল ৫ রান করে ফিরেন। চার নম্বরে নামা রোস্টন চেজকে শিকার করেন ফাহিম আশরাফ। ১০ রান করেন তিনি।

এনক্রুমার বোনার ১৮ ও আলজারি জোসেফ শূন্য রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ৩০২/৯ (ইনিংস ঘোষণা); (ফাওয়াদ ১২৪*, রিজওয়ান ৩১, ফাহিম ২৬, আফ্রিদি ১৯; রোচ ২৭-৯-৬৮-৩, সিলস ১৫-৪-৩১-৩, হোল্ডার ২৩-৯-৪৬-২)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১৮ ওভারে ৩৯/৩ (ব্র্যাথওয়েট ৪, পাওয়েল ৫, বনার ১৮*, চেইস ১০, জোসেফ ০*; আব্বাস ৬-১-১৭-০, আফ্রিদি ৬-৪-১৩-২, হাসান ৩-১-৮-০, ফাহিম ২-২-০-১)।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরি করে রেকর্ড বুকে ফাওয়াদ আলম

সেঞ্চুরি করে রেকর্ড বুকে ফাওয়াদ আলম

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারালো উইন্ডিজ

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারালো উইন্ডিজ

ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই তিরস্কৃত জাইডেন সিলস

ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই তিরস্কৃত জাইডেন সিলস

হাফিজের কিপটে বোলিংয়ে পাকিস্তানের জয়

হাফিজের কিপটে বোলিংয়ে পাকিস্তানের জয়