তিন উইকেট হারিয়ে আবারও বিপদে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৮ ডিসেম্বর ২০২১
তিন উইকেট হারিয়ে আবারও বিপদে বাংলাদেশ

দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে ফলোঅনে পড়েছে বাংলাদেশ। তবে ফলোঅনে পড়েও স্বস্তিতে নেই মমিনুল বাহিনী। ফলো অনে পড়ে ব্যাট করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ব্যাটিংয়ে ধুকছে বাংলাদেশ।

ফলোঅন এড়ানোর জন্য দিনের শুরুতেই ২৫ রানের প্রয়োজন ছিল। তবে পঞ্চম দিনের শুরুতেই ১১ রান তুলতেই অলআউট হয় বাংলাদেশ। তাই তো আর ফলোঅন এড়াতে পারেনি বাংলাদেশ।

ফলো অনে পড়ে ব্যাট করতে নেমেও শুরুটা ভালো করতে পারেনি। বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম, দুইজনেই হয়তো ভালো শুরু এনে দেওয়ার চিন্তা করেছিলেন।

তবে হাসান আলি দারুণ এক আউট সুইঙ্গারে পরাস্ত হন অভিষিক্ত মাহমুদুল হাসান জয়। তাই তো ৬ রানে বোল্ড হয়ে ফেরেন মাহমুদুল হাসান।

তবে মাহমুদুলকে প্যাভিলিয়নে ফিরতে দেখে হয়তো সাদমানও আর উইকেটে থাকতে চাচ্ছিলেন না। তাই তো পরের ওভারের প্রথম বলেই শাহীন শাহ আফ্রিদির কাছে পরাস্ত হন সাদমান। পাকিস্তানের লেগ বিফোর জোরালো আবেদনে সায় দেন আম্পায়ার। ব্যক্তিগত ২ রানে  প্যাভিলিয়নে ফেরেন সাদমান।

দলকে টেনে তোলার দায়িত্বটা নিতে পারেননি অধিনায়ক মমিনুল হকও। হাসান আলির বলে লেগ বিফোরের শিকার হয়ে ফেরেন তিনি। ৭ রান করেই নিজের দায়িত্ব সারেন অধিনায়ক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৫ রান।  

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :