ভারতকে নিয়ে অন্ধকারে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ পিএম, ৩০ এপ্রিল ২০১৮
ভারতকে নিয়ে অন্ধকারে অস্ট্রেলিয়া

নিজ মাঠে দক্ষিণ আফ্রিকা, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সূচি অনুযায়ী এডিলেড ওভালে দিবা-রাত্রির টেস্ট দিয়ে ভারত সিরিজ শুরু কবে অসিরা। তবে ভারত দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি না হওয়ায় এখনো অন্ধকারে রয়েছে সিএ।

দিবা-রাত্রির টেস্ট খেলার বিষয়ে এখনো ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে সম্মতি মেলেনি। এডিলেডে ৬-১০ ডিসেম্বর ভারতকে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি করাতে বিসিসিআই’র সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে সিএ।

সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘এডিলেডে ভারতের বিপক্ষে একটি দিবা-রাত্রির টেস্ট খেলাকে আমরা প্রাধান্য দিচ্ছি। তবে আমরা এ বিষয়ে কাজ করছি এবং আগামী কয়েক সপ্তাহেই একটা জবাব পাব আশা করছি।’

এডিলেড ওভালে ইতোপূর্বে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট আয়োজন করেছে অস্ট্রেলিয়া। গোলাপি বলের এ তিন ম্যাচের সবক’টিতেই জয়ী হয়েছে স্বাগতিকরা। তবে ভারত কখনো দিবা-রাত্রির টেস্ট খেলেনি।

স্বাগতিকরা অযাচিত সুবিধা পাবে -এমন শঙ্কায় প্রাথমিকভাবে এডিলেডে ২০১৬ সালে দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি ছিল না দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে পরাজিত হয়।

চার ম্যাচ সিরিজে ওয়াকার পার্থ স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট খেলবে। মেলবোর্ন বক্সিং ডে টেস্টে দুই দল মুখোমুখি হবে ২৬-২০ ডিসেম্বর। নিউ ইয়ার টেস্ট কেলবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৩-৭ জানুয়ারি (২০১৯)।

সাধারণত অস্ট্রেলিয়ান গ্রীষ্মের টেস্ট মৌসুম শুরু হয় ব্রিজবেনে গাব্বা ভেন্যুতে। এবার এখানে ২৪-২৮ জানুয়ারী ম্যাচ দিয়ে সফর শুরু উপমহাদেশের আরেক দল শ্রীলঙ্কা। দীর্ঘ ছয় বছর পর প্রথমবার অস্ট্রেলিয়া সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কানরাও দিবা-রাত্রির টেস্ট দিয়ে সফর শুরু করবে। লঙ্কান সিরিজের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যানবেরার মানুকা ওভালে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিমিত ওভারের চারটি ম্যাচ দিয়ে ঘরোয়া মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর নভেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারত সিরিজ। জানুয়ারিতে তিন ওয়ানডে সিরিজ দিয়ে অস্ট্রেরিয়া সফর শেষ করবে ভারতীয় ক্রিকেট দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

রাজস্থানকে হারিয়ে শীর্ষে উঠলো হায়দরাবাদ

রাজস্থানকে হারিয়ে শীর্ষে উঠলো হায়দরাবাদ

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট মূল্য ২৭ হাজার টাকা

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট মূল্য ২৭ হাজার টাকা

বিশ্বকাপে নতুন ফরম্যাট : চ্যালেঞ্জিং বলছেন তামিম

বিশ্বকাপে নতুন ফরম্যাট : চ্যালেঞ্জিং বলছেন তামিম

ব্যাটসম্যান না বোলার হিসেবে টেস্ট খেলবেন ম্যাশ : প্রশ্ন পাপনের

ব্যাটসম্যান না বোলার হিসেবে টেস্ট খেলবেন ম্যাশ : প্রশ্ন পাপনের