চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতে সাফল্যহীন বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৬ মে ২০২২
চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতে সাফল্যহীন বাংলাদেশ

তৃতীয় দিনে বৃষ্টির বাঁধায় খেলা হয়েছে দুই সেশন। এই দুই সেশনে বাংলাদেশের সাফল্য তিন উইকেট। চতুর্থ দিনের শুরুতে শ্রীলঙ্কান ব্যাটারদের বিপদে ফেলতে পারেনি টাইগার বোলাররা। চতুর্থ দিনের প্রথম ঘণ্টা দারুণভাবেই শেষ করেছে শ্রীলঙ্কান ব্যাটাররা।

বুধবার (২৫ মে) ৫ উইকেটে ২৮২ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। ক্রিজে ছিলেন দুই অপরাজিত ব্যাটার দীনেশ চান্দিমাল এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুইজনে অপরাজিত ছিলেন যথাক্রমে ১০ এবং ৫৮ রানে।

বৃহস্পতিবার (২৬ মে) চতুর্থ দিনের শুরুতে বাংলাদেশের বোলারদের দেখেশুনে খেলা শুরু করেন চান্দিমাল এবং ম্যাথিউস। দিনের শুরুতেই দলীয় রান ৩০০ এর কোটা পার করেন তারা। এছাড়াও দুইজনে মিলে গড়েন ৫০ রানের জুটি।

প্রথম ঘণ্টায় ১৩ ওভার ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। এই সময়ে ৪৮ রান তুলেছে শ্রীলঙ্কা। দুই প্রান্তে অপরাজিত আছেন আগের দিনের দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চানিমাল। ৫৮ রানে অপরাজিত থাকা চান্দিমাল ব্যক্তিগত রান নিয়ে গেছেন ৮০-তে। আর দীনেশ চান্দিমাল করেছেন ৩৬ রান।

এর আগে প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। খারাপ শুরুর পরও মুশফিকুর রহিম এবং লিটন দাসের সেঞ্চুরিতে এই সংগ্রহ দাঁড়া করিয়েছিল টাইগাররা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট শিকার করেছিলেন কাসুন রাজিথা।

লঙ্কানদের ব্যাটিং ইনিংসে ধনঞ্জয়া ডি সিলভা, অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস দেখা পেয়েছিলে অর্ধশতকের। অধিনায়ক করুণারত্নে সেঞ্চুরির দেখা না পেলেও সেই পথে আগাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

মেজাজ হারিয়ে আইসিসির শাস্তি পেলেন তাইজুল

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

ম্যাচে ফিরতে ফ্রন্টলাইন বোলাদের দায়িত্ব নিতে হবে: লিটন দাস

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ থেকে কামিল মিশারাকে ফিরিয়ে নিলো শ্রীলঙ্কা

ছয় ডাকের পরও বড় সংগ্রহের নাম্বার ওয়ান বাংলাদেশ

ছয় ডাকের পরও বড় সংগ্রহের নাম্বার ওয়ান বাংলাদেশ