শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন শাহীন আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ এএম, ২২ জুলাই ২০২২
শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন শাহীন আফ্রিদি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জিতে আত্মবিশ্বাসী পাকিস্তান দলে হানা দিয়েছে ইনজুরি। হাঁটুর ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টে তিনি খেলতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছিলেন শাহীন শাহ আফ্রিদি। ওই ইনিংসে ৫৮ রানে শিকার করেছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য মাত্র সাত ওভার বোলিং করেন এই পেসার।

গল টেস্টের তৃতীয় দিনে হাঁটুতে অস্বস্তি বোধ করতে শুরু করেন শাহীন শাহ আফ্রিদি। সে সময় হাঁটুতে আইস ব্যাগ লাগাতে দেখা যায়। এরপর জানা গেল, গলে সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।

ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেলেও এখনই দেশে ফিরছেন না এই পেসার। বৃহস্পতিবার (২১ জুলাই) দেওয়া বিবৃতিতে পিসিবি জানায়, শ্রীলঙ্কায় দলের সাথে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন শাহীন শাহ। 

দলের গুরুত্বপূর্ণ এই পেসারের ছিটকে যাওয়াটা পাকিস্তানের জন্য বেশ বড় একটা ধাক্কা। গলে সিরিজের শেষ টেস্টে একাদশে তার বদলি হতে পারেন এক পেসার ফাহিম আশরাফ। অবশ্য সেটি নির্ভর করছে উইকেটের আচরণের উপরও।

শাহীন শাহ আফ্রিদির চোট কতটা তা এখনো নিশ্চিত করেনি পিসিবি। ইনজুরির কারণে নেদারল্যান্ডস সফর ও এশিয়া কাপে খেলতে পারবেন কি-না তা এখনো কিছু জানা যায়নি।

পাকিস্তানের হয়ে ২৫ টেস্ট খেলা শাহীন আফ্রিদির শিকার ৯৯ উইকেট। ১১তম পাকিস্তানি বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ৪ বার পাঁচ উইকেট শিকার করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন থিকশানা

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন থিকশানা

ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে ওয়াসিম আকরাম

ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে ওয়াসিম আকরাম

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

গল জয়ের নায়ক আব্দুল্লাহ শফিকের নতুন রেকর্ড 

গল জয়ের নায়ক আব্দুল্লাহ শফিকের নতুন রেকর্ড