শ্রীলঙ্কার বিপক্ষে বড় লক্ষ্যে এবার পরাস্ত পাকিস্তান, সিরিজ ড্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৮ জুলাই ২০২২
শ্রীলঙ্কার বিপক্ষে বড় লক্ষ্যে এবার পরাস্ত পাকিস্তান, সিরিজ ড্র

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শেষদিনে বড় লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল পাকিস্তান। তবে দ্বিতীয় টেস্টে এসে আর সুখস্মৃতি নিজেদের সঙ্গী করতে পারেনি বাবর আজম বাহিনী। তাই সিরিজ ড্র করেই তাদেরকে ঘরে ফিরতে হচ্ছে। গলে পাকিস্তানের হার ২৪৬ রানের বড় ব্যবধানে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) গলে সিরিজের শেষদিনে পাকিস্তানকে করতে হতো ৪১৯ রান। চতুর্থ ইনিংসে তাদের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৫০৮ রান। জিততে হলে করতে হতো বিশ্ব রেকর্ড। তবে সেই রেকর্ড আর গড়তে পারেনি তারা। রমেশ মেন্ডিস আর প্রভাত জয়াসুরিয়ার বোলিং তোপে গল টেস্টের চতুর্থ ইনিংসে গুটিয়ে ২৬১ রানে। এতেই পাকিস্তানের হার ২৪৬ রানের।

গলে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে উঠেছিল ৩৭৮ রান। জবাবে লঙ্কান দুই স্পিনার রমেশ মেন্ডিস ও প্রভাত জয়াসুরিয়ার বোলিং তোপে ২৩১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসেও লঙ্কান ব্যাটারদের নিজেদের আয়ত্বে নিতে পারেনি পাকিস্তান। ধনঞ্জয়া ডি সিলভা তার ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি তুলে নিলে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩০৮ রান। শেষ পর্যন্ত পাকিস্তানের লক্ষ্য ৫০৮ রান।

এই লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের চতুর্থ দিনে ১ উইকেট হারিয়ে ৮৯ রান তোলে পাকিস্তান। তবে শেষদিনে ব্যাটিংয়ে মনোযোগী হয়ে উঠতে পারেনি পাকিস্তান।

প্রভাত জয়াসুরিয়ার স্পিন ভেলকি সামলে বাবর আজম টিকে থাকলেও অপরপ্রান্তে যাওয়া আসার মিছিলে যোগ দেন বাকিরা। মাঝে মোহাম্মদ রিজওয়ান চেষ্টা করলেও ক্যারিয়ারের প্রথমবার স্পিনারদের বলে আউট হওয়া এই উইকেটরক্ষক ফেরেন ৩৭ রানে।

পরে ৮১ রান করা বাবর আজমকেও ফেরান প্রভাত জয়াসুরিয়া। এরপর পাকিস্তানের ব্যাটিং অর্ডারের লেজ গুটিয়ে যেতে সময় লাগেনি। ২৬১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ম্যাচ হারের ব্যবধান হয় ২৪৬ রান।

শ্রীলঙ্কার হয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা প্রভাত জয়াসুরিয়া ক্যারিয়ারের চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার করেন। পুরো সিরিজে তার শিকার ১৭ উইকেট। এর আগে এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ উইকেট নেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সঙ্কটাপন্ন অবস্থাতেও ক্রিকেট মাঠ ‘ছাড়েননি’ শ্রীলঙ্কার পার্সি

সঙ্কটাপন্ন অবস্থাতেও ক্রিকেট মাঠ ‘ছাড়েননি’ শ্রীলঙ্কার পার্সি

শততম টেস্ট ক্লাবে ম্যাথিউস

শততম টেস্ট ক্লাবে ম্যাথিউস

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

অবসরের আগ পর্যন্ত বাবরকেই অধিনায়ক চান মিয়াঁদাদ

গল জয়ের নায়ক আব্দুল্লাহ শফিকের নতুন রেকর্ড 

গল জয়ের নায়ক আব্দুল্লাহ শফিকের নতুন রেকর্ড