শেষ ওভারে রোমাঞ্চ, ভারতকে হারিয়ে সমতায় ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ পিএম, ০৭ জুলাই ২০১৮
শেষ ওভারে রোমাঞ্চ, ভারতকে হারিয়ে সমতায় ইংল্যান্ড

তিন ওভারে মাত্র ৭ রান দেয়া ভুবনেশ্বরের প্রথম বলেই হাঁকালেন ছক্কা। পরের বলে চার। এর এক রান করে নিয়ে ৪ বলেই ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। রোমাঞ্চকর এ শেষ ওয়ারের ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়ে এনেছে স্বাগতিকরা। সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের জয়ী দল নির্ধারণ হবে তৃতীয় ও শেষ ম্যাচে।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৪৮ রান করতে সক্ষম হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া মহেন্দ্র সিং ধোনি ৩২* ও সুরেশ রায়না করেন ২৭ রান। একটি করে উইকেট নেন জ্যাক বল, লিয়াম প্লাংকেট, ডেভিড উইলি ও আদিল রশিদ।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো পায়নি ইংল্যান্ডও। ৪৪ রানেই সাজঘরে ফিরে যায় টপঅর্ডারের তিন ব্যাটসম্যান। পরে অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টোর ব্যাটে চড়ে দুই বল আগেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ম্যাচের একমাত্র ফিফটি করে ৫৮ রানে অপরাজিত থাকেন হেলস। বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ২৮ রান।

রোববার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ২০ ওভারে ১৪৮/৫ (ধাওয়ান ১০, কোহলি ৪৭, রায়না ২৭, ধোনি ৩২*; উইলি ১/১৮, বল ১/৪৮, প্লাঙ্কেট ১/১৭,)।
ইংল্যান্ড : ১৯.৪ ওভারে ১৪৯/৫ (রয় ১৫, বাটলার ১৪, হেলস ৫৮*, বেয়ারস্টো ২৮; উমেশ ২/৩৬, ভুবনেশ্বর ১/১৯, পান্ডিয়া ১/২৮, চেহেল ১/২৮)।

ফল : ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা।
ম্যান অব দা ম্যাচ : অ্যালেক্স হেলস।


শেয়ার করুন :


আরও পড়ুন

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রোমাঞ্চকর জয়

৪৩ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

৪৩ রানেই অলআউট বাংলাদেশ, লজ্জার রেকর্ড

স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ

ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে হারলো বাংলাদেশ