নিউজিল্যান্ডকে রান পাহাড়ের চাপে ফেলছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৯ এএম, ০১ ডিসেম্বর ২০২৩
নিউজিল্যান্ডকে রান পাহাড়ের চাপে ফেলছে বাংলাদেশ

সিলেট টেস্টের চতুর্থ দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেন নাজমুল হোসন শান্ত। তবে মুশফিকুর রহিমের ফিফটির পর মেহেদী হাসান মিরাজের ব্যাটে ৩০৮ রানের সংগ্রহ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩০১ রানের, হাতে রয়েছে ৩টি উইকেট।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ২০৫ রানের লিড নিয়েছিল টাইগাররা। নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে ৬৮ ওভার ব্যাট করে ৩ উইকেটে ২১২ রান করেছিল বাংলাদেশ। সেঞ্চুরির পর ১০৪ রানে শান্ত এবং ৪৩ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।

শুক্রবার ( ১ ডিসেম্বর) চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই ফিরেন শান্ত। আগের দিনের করা ১০৪ রানের সাথে মাত্র এক রান যোগ করতে পারেন তিনি। ফলে দলীয় ২১৪ রানের চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

শান্ত ফেরার পর শাহাদাত হোসেনকে সাথে নিয়ে রানে চাকা সচল রাখেন অভিজ্ঞ মুশফিক। দলীয় ২৪৮ রানে এলবিডব্লিও হয়ে শাহাদাত (১৮) ফিরলে পঞ্চম উইকেট হারায় টাইগাররা।

টেস্ট ক্যারিয়ারের ২৭তম ফিফটির পর মুশফিকও ফিরেন সাজঘরে। আগের দিনের ৪৩ রানের পর ব্যক্তিগত ৬৭ রানে ফেরেন তিনি। ১১৬ বলে মুশফিকের এ ইনিংসে ৭টি চারের মার ছিল। মুশফিক চলে যাওয়ায় ২৭৮ রানে ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের বড় সংহগ্রহ গড়তে ব্যর্থ হন নুরুল হাসান সোহান।

ব্যক্তিগত ১০ রানে সোহানের ফেরায় ২৯১ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। এরপর নাঈম হাসানকে সাথে ব্যাট করেন মেহেদী হাসান মিরাজ। তারা দুজনের অপরাজিত থেকে ৩০৮ রানের সংগ্রহ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ।


শেয়ার করুন :