সিরিজ জিতলে বোনাস দেওয়ার ঘোষণা বিসিবি সভাপতির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩
সিরিজ জিতলে বোনাস দেওয়ার ঘোষণা বিসিবি সভাপতির

বিশ্বকাপ ব্যর্থতার পর সিলেটে সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের এটাই প্রথম টেস্ট জয়। এবার সিরিজ জিতলে ক্রিকেটারদের বোনাস দেওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। অর্থাৎ, নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টসি ড্র করলেই আর্থিক বোনাস পাবেন নাজমুল হোসেন শান্তরা।

নাজমুল হাসান পাপন বলেন, ‍“এটা (সিরিজ জয়) করতে পারলে এটি হবে ঐতিহাসিক সিরিজ জয়। সিলেটে প্রথম টেস্টে ভালো খেলেছে তারা। যেখানে উইকেট খারাপ ছিল না। নিউজিল্যান্ডকে হারাতে সেরা ক্রিকেট খেলতে হয়েছে বাংলাদেশকে।”

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সংবাদ মাধ্যমের সাথে কথা বলার আগে ঢাকার একটি হোটেলে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে ডিনার করেন বিসিবি। মূলত বুধবার (৬ ডিসেম্বর) থেকে মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টে আগে ক্রিকেটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট দল নতুন কোন রেকর্ড গড়লে বিসিবি বোনাস দিয়ে থাকে। মিরপুর টেস্টে জয়লাভ বা ড্র করলেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি সভাপতি বলেন, “তারা (ক্রিকেটাররা) বোনাস চায়নি, তবে একজন খেলোয়াড় জানতে চেয়েছিল, বোনাস পাবে কি-না। আমি বলেছি, সিরিজ জিতলে অবশ্যই পাবে। আশা করি তারা এটি করতে পারবে।”

সিরিজের প্রথম টেস্টে সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ-অধিনায়ক লিটন দাসকে ছাড়াই ভারপ্রাপ্ত দলনেতা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টেস্টের পাঁচ দিনই দাপট দেখিয়ে খেলেছে টাইগাররা। অধিনায়ক শান্তর সেঞ্চুরি করলেও বল হাতে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাইজুল ইসলাম।

প্রথম ম্যাচ জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বুধবার (৬ ডিস্মেবর) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিলেটে স্পোর্টিং উইকেট হওয়ায় দুই দলই সমান সুবিধা পেয়েছে। তবে মিরপুরের উইকেট ধীরগতির এবং নিচু হবার সম্ভাবনা থাকায় বাংলাদেশের স্পিনাররা বিশেষ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনাও বেশি রয়েছে।


শেয়ার করুন :