শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৮ মার্চ ২০২৪
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা

সফররত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের নতুন মুখ হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার নাহদ রানা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, শুরু হবে ৩০ মার্চ। লঙ্কানদের বিপক্ষ ঘরের মাঠে টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

২১ বছর বয়সী ফাস্ট বোলার নাহিদ রানার ২০২১ সালের নভেম্বরে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। যেখানে ১৫ ম্যাচে বল হাতে ৬৩টি উইকেট শিকার করেছেন। এছাড়া ডানহাতি এ ফাস্ট বোলার ঘরোয়া ক্রিকেটে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন।

প্রথম টেস্টে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শাহাদাত হোসেন, লিটন দাস, মুশফিক হাসান ও নাহিদ রানা।

 

শ্রীলঙ্কার বিপক্ষে এ টেস্ট সিরিজ দিয়ে দলে ফিরেছেন লিটন কুমার দাস। দলের হয়ে সর্বশেষ শেষ টেস্ট সিরিজে ছিলেন না তিনি। বাবা হওয়ার পর ছুটি নিয়েছিলেন এ টাইগার ব্যাটার।

প্রথম টেস্টের দল ঘোষণা দিয়ে নির্বাচন প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, “আমরা (নির্বাচক প্যানেল) মনে করি যে, প্রথম টেস্টের জন্য বাছাই করা স্কোয়াডে খুব সুন্দর ভারসাম্য রয়েছে। দলে একমাত্র নবাগত নাহিদ রানা। এছাড়া ছুটি নেওয়া (টেস্ট ম্যাচ) লিটন দাস ফিরে এসেছে। দলে সমস্ত বিভাগ ব্যাকআপ আছে। আমি মনে করি আমাদের এমন একটি দল আছে যারা কন্ডিশনের প্রয়োজনে মানিয়ে নিতে পারে।”



শেয়ার করুন :