চট্টগ্রাম টেস্ট জয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য ৫১১ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ পিএম, ০২ এপ্রিল ২০২৪
চট্টগ্রাম টেস্ট জয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য ৫১১ রান

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ে বাংলাদেশের সামনে লক্ষ্য ৫১১ রান। মঙ্গলবার (২ এপ্রিল) দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান তুলে শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করলে বাংলাদেশে সামনে এ লক্ষ্য দাঁড়ায়।

শ্রীলঙ্কার বিপক্ষে এ টেস্ট জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। ১০ উইকেটে বাকি সময়ে করতে হবে ৫১১ রান। যা কোন দল এখনো করতে পারেনি।

প্রথম ইনিংসে পাওয়া ৩৫৩ রানের লিডকে সাথে নিয়ে ৭ উইকেটে ১৫৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১০২ রান সংগ্রহ ছিল তারা।

মঙ্গলবার চতুর্থ দিন ১ উইকেট হারিয়ে ৫৫ রান যোগ করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

৩৯ রান নিয়ে খেলতে নেমে সাকিব আল হাসানের বলে বোল্ড হওয়ার আগে ৫টি চারে ৫৬ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ৩ রানে শুরু করা প্রবাথ জয়সুরিয়া ২৮ রানে অপরাজিত থাকেন। অন্যপ্রান্তে বিশ্ব ফার্নান্দো অপরাজিত ৮ রান করেন।

বাংলাদেশের হাসান মাহমুদ ৬৫ রানে ৪টি, খালেদ আহমেদ ৩৪ রানে ২টি ও সাকিব ৩৯ রানে ১টি উইকেট নেন।

 



শেয়ার করুন :