বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী টেস্ট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী টেস্ট দল

ফাইল ফটো

স্বাগতিক পাকিস্তানকে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশকে নিয়ে আলাদাভাবে ভাবছে ভারত। বাংলাদেশের বিপক্ষে হারের শঙ্কা থেকেই সিরিজের প্রথম টেস্টের জন্য পূর্ণশক্তির দল দিল স্বাগতিক ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে ফিরেছে রিশাভ পান্ত এবং পেসার যশ দয়াল।

রোববার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল দিয়েছে বিসিসিআই। ভারতের চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার লাল বলের লড়াই।

এ সিরিজ দিয়ে টেস্ট দলে ফেরা পান্ত ২০২২ সালে সর্বশেষ বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন। দুর্ঘটনার শিকার হওয়া পান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও টেস্টে ফেরা হয়নি। দীর্ঘদিন পর আবারও সেই বাংলাদেশের বিপক্ষে লাল বলের ক্রিকেটে ফিরলেন তিনি। এছাড়া পান্তের সঙ্গে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে ডাক পেয়েছেন ধ্রুব জুরেল।

এ দল ঘোষণার মধ্য দিয়ে এটা পরিস্কার যে, বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। কারণ, পাকিস্তান সফরে নাজমুল হোসেন শান্তর দর যে পারফর্ম দেখিয়েছে সেখানে টাইগারদের আর ছোট করে দেখার সুযোগ নেই। মূলত ঘরের মাঠেও বাংলাদেশের কাছে হারের শঙ্কা থাকায় কোথাও কোন ঘাটতি রাখতে চাইছে না ভারত।

ভারতীয় টেস্ট দল (প্রথম ম্যাচ)
রোহিত শর্মা (অধিনায়ক), জসশ্বি জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশাদিপপ, যশপ্রিত বুমরা এবং যশ দয়াল।

দলে নিয়মিত অধিনায়ক রোহিত ছাড়াও ওপেনার হিসেবে রয়েছেন জশস্বি জয়সওয়াল। যেখানে তিন নম্বরে দেখা যেতে পারে শুভমান গিলকে। এছাড়া দলে ফিরেছে বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। আর মিডল অর্ডারের দায়িত্ব পালনে রয়েছেন সরফরাজ খান।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ভারতীয় দলে স্পিনারের ছড়াছড়ি। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রয়েছেন আরও তিনজন। দুই বাঁ-হাতি অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। রয়েছেন বাঁ-হাতি স্পিনার কুলদিপ যাদব।

চার স্পিনারের সঙ্গে দলে হয়েছে চার পেসার। মোহাম্মদ শামি অসুস্থ থাকায় দলে না থাকলেও রয়েছেন যশপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ এবং যশ দয়াল।

চেন্নাইয়ে প্রথম টেস্ট শেষ হওয়ার পর ২৭ সেপ্টেম্বর থেকে কারপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাটের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ এবং ভারত।



শেয়ার করুন :