চট্টগ্রামে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১০ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
চট্টগ্রামে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ

সিলেট টেস্টে হারের লজ্জা পেলেও চট্টগ্রামে দাপট দেখিয়ে জয় তুলে নিলো বাংলাদেশ। সফররত জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে জয় তুলে নিলো টাইগাররা। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ জয়ে সমতায় শেষ হলো।

ওপেনার সাদমান ইসলামের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ৪৪৪ রান করে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে। ফলে প্রথম ইনিংস থেকে ২১৭ রানের লিড পায় টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের পাঁচ শিকারে ১১১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

ব্যাট হাতে সেঞ্চুরি (১০৪) করার পর বল হাতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মিরাজ।



শেয়ার করুন :