ঘরের ফর্মে শ্রীলঙ্কাতে চ্যালেঞ্জ ছুঁড়তে চান শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ পিএম, ১২ জুন ২০২৫
ঘরের ফর্মে শ্রীলঙ্কাতে চ্যালেঞ্জ ছুঁড়তে চান শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের সাম্প্রতিক অ্যাওয়ে ফর্মে আত্মবিশ্বাসী হয়ে স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ১৭ জুন থেকে গলে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সিরিজটি টাইগারদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্রের অংশ।

সর্বশেষ ২০২৩-২০২৫ চক্রে বাংলাদেশ চারটি ম্যাচে জয়ী হয়েছে। এর মধ্যে তিনটি জয় এসেছে ঘরের বাইরে। পাকিস্তানের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা সিরিজও এর মধ্যে রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশীপের ইতিহাসে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। গত চক্রে সপ্তম স্থানে ছিল টিম বাংলাদেশ।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পর্যায়ক্রমে উন্নতির প্রমাণ দেখিয়েছি। ২০২১-২২০২৩ চক্রে বাংলাদেশ মাত্র এক ম্যাচে জয়ী হয়েছিল। কিন্তু সর্বশেষ চক্রে চারটি জয় ছিনিয়ে নেয়। আগের চক্রে ঘরের মাঠে আমরা মোটেই ভালো করতে পারিনি। মাত্র এক টেস্টে জয়ী হয়েছিলাম। এটা ঠিক যে ঘরের মাঠেও আমাদের জয় প্রয়োজন। কিন্তু সত্যি বলতে কী অ্যাওয়ে ফর্ম আমাদের শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে অসাধারণ আত্মবিশ্বাস যোগাচ্ছে।”

শ্রীলঙ্কার বিপক্ষে ভালো স্মৃতিগুলো মানসিকভাবেও বাংলাদেশকে উজ্জীবিত করে তুলছে বলে মন্তব্য করেন শান্ত। বলেন, “ঘরের মাঠে আরও বেশি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে। বিদেশে ভালো খেলতে পারলে সেটা দলকে বেশি আত্মবিশ্বাসী করে তুলে। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের পজিশনের উন্নতি করতে হলে উভয় সিরিজেই ভালো করতে হবে। শ্রীলঙ্কায় আমাদের বেশ কিছু সুখস্মৃতি রয়েছে। বাংলাদেশ সেখানে শততম টেস্ট ম্যাচ জয় করেছিল। এই স্মৃতি অবশ্যই আমাদেরকে চাঙ্গা করবে।”

বাংলাদেশের অধিনায়ক মনে করেন শ্রীলঙ্কার মাটিতে ইতিবাচক ফলাফল টেস্ট চ্যাম্পিয়নশীপের শুরুতেই দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। এবার শান্তর লক্ষ্য চার কিংবা পাঁচে থেকে চক্র শেষ করার। শান্ত বলেন, “তাদের কন্ডিশনে আমাদের বিশেষ কিছু করার সুযোগ রয়েছে। গতবার আমরা সপ্তম স্থানে ছিলাম। সে কারণে এবার লক্ষ্য অন্তত ৪, ৫ কিংবা ৬ নম্বর পজিশন। আমি মনে করি গত চক্রে আমাদের জয়ের শতাংশ ছিল ৪৫। আমরা যদি এটাকে ৫০, ৫৫ অথবা ৬০ পর্যন্ত তুলতে পারি তবে অধিনায়ক হিসেবে আমি এটিকে শক্তিশালী ফলাফলই বলবো।”



শেয়ার করুন :