গিল-দীপের নৈপুণ্যে বড় জয়ে সমতা ফিরলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৭ জুলাই ২০২৫
গিল-দীপের নৈপুণ্যে বড় জয়ে সমতা ফিরলো ভারত

অধিনায়ক শুভমান গিল ও পেসার আকাশ দীপের নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরলো সফরকারী ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের মাটিতে রান বিবেচনায় ভারতের এটি সবচেয়ে বড় জয়। এ ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ম্যাচ খেলে প্রথম জয়ের স্বাদ পেল ভারত। সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।

বার্মিংহামে টেস্ট জয়ের জন্য চতুর্থ দিন ইংল্যান্ডকে ৬০৮ রানের টার্গেট ছুঁড়ে দেয় ভারত। জবাবে দিন শেষে ৩ উইকেটে ৭২ রান করেছিল ইংল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে ৪৩৮ দরকার ছিল স্বাগতিকদের। পঞ্চম দিনের শুরু থেকে বৃষ্টি কারণে প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় খেলা।

দিনের চতুর্থ ওভারেই ভারতকে সাফল্য এনে দেন দীপ। ওলি পোপকে ২৪ রানে বোল্ড করেন তিনি। পরের ওভারে হ্যারি ব্রুককে ২৩ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন দীপ। ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে হারের মুখে ছিটকে পড়ে ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে ৭০ রানের জুটিতে ভারতের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন বেন স্টোকস ও জেমি স্মিথ।

লাঞ্চ বিরতির ঠিক আগের ওভারে ওয়াশিংটন সুন্দরের বলে এলবিডব্লিউ হন স্টোকস। রিভিউ নিয়েও ক্রিজে টিকতে পারেননি তিনি। ৬ চারে ৩৩ রান করেন ইংল্যান্ড অধিনায়ক।

দলীয় ১৫৩ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে স্টোকস ফেরার পর ইংল্যান্ডকে বড় হারের লজ্জা থেকে রক্ষার চেষ্টা করেন উইকেটরক্ষক জেমি স্মিথ। তবে তার ৮৮ রান ও শেষ দিকে ব্রাইডন কার্সের ৩৮ রানেও বড় হারের লজ্জা এড়াতে পারেনি ইংল্যান্ড। ২৭১ রানে অলআউট হয় ইংলিশরা।

এ ইনিংসে ৯৯ রানে ৬ উইকেট নিয়ে ভারতের সফল বোলার দীপ। প্রথম ইনিসে ৮৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দুই ইনিংসে মোট ১৮৭ রান দিয়ে ১০ উইকেট নিলেন দীপ। ইংল্যান্ডের মাটিতে এই নিয়ে দ্বিতীয় বার ভারতীয় কোন বোলার এক টেস্টে ১০ উইকেট নিলেন।

এর আগে ১৯৮৬ সালে বার্মিংহামে ১৮৮ রানে ১০ উইকেট নিয়েছিলেন চেতন শর্মা। ফলে ইংল্যান্ডের মাটিতে টেস্টের এক ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক হলেন দীপ। প্রথম ইনিংসে ২৬৯ ও ১৬১ রান করে ম্যাচ সেরা হন ভারতের গিল।



শেয়ার করুন :