সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৮
সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন কোহলি

এশিয়ার মধ্যে টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে পাকিস্তানের মিসবাহ-উল-হককে টপকে সর্বোচ্চ রানের মালিক হলেন ভারতের বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান হায়দারাবাদ টেস্টের দ্বিতীয় দিন ৪৫ রানের ইনিংস খেলে এশিয়ার মধ্যে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার আগে অধিনায়ক হিসেবে কোহলির পরিসংখ্যান ছিলো- ৪১ ম্যাচে ৪ হাজার ১৮৮ রান। এ ম্যাচের আগে এই তালিকায় এশিয়ার মধ্যে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মিসবাহ। ৫৬ ম্যাচে ৫১ দশমিক ৩৯ গড়ে ৪ হাজার ২১৪ রান করেন তিনি। ৪৫ রানের ইনিংসের পর মিসবাহকে টপকে যান কোহলি। ভারত দলপতির বর্তমান রান ৪২ ম্যাচে ৪ হাজার ২৩৩। গড় ৬৫ দশমিক ১২।

বিশ্ব ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের। ১০৯ ম্যাচে ৭৪ দশমিক ৮৩ গড়ে ৮৬৫৯ রান করেছেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিম দিবসে 'ডাক মাস্টার' খেতাবে আফ্রিদি

ডিম দিবসে 'ডাক মাস্টার' খেতাবে আফ্রিদি

রোববার দেশে ফিরছেন সাকিব

রোববার দেশে ফিরছেন সাকিব

টি-টোয়েন্টি সিরিজও জিতলো দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি সিরিজও জিতলো দক্ষিণ আফ্রিকা

ফিরলেন কোহলি, শঙ্কা কাটিয়ে রয়েছেন ধোনিও

ফিরলেন কোহলি, শঙ্কা কাটিয়ে রয়েছেন ধোনিও