বিসিবি একাদশ-জিম্বাবুয়ের প্রথম প্রস্তুতিতে বৃষ্টির বাগড়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৮
বিসিবি একাদশ-জিম্বাবুয়ের প্রথম প্রস্তুতিতে বৃষ্টির বাগড়া

বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।

চট্টগ্রমের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ (সোমবার) থেকে ম্যাচটি শুরু হবার কথা ছিল। তবে টানা বৃষ্টির কারণে বিকেল ৩টায় ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ইতোমধ্যে বাংলাদেশ ও জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। ৩-০ ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছে মাশরাফির দল। ওয়ানডে শেষে এবার শুরু হচ্ছে সররত জিম্বাবুয়ের সাথে টেস্ট যুদ্ধ।

আগামী ৩ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১১ নভেম্বর থেকে ঢাকার মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ওয়ানডের পর টেস্ট যুদ্ধে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ইতোমধ্যে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। টেস্ট ও টি-টোয়েন্টি দলের টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় এ সিরিজের জন্য টেস্টের অধিনায়করে দায়িত্ব পড়েছে মাহমুদউল্লাহ কাধে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের স্পিনকেই জিম্বাবুয়ের ভয়

বাংলাদেশের স্পিনকেই জিম্বাবুয়ের ভয়

রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

মাহমুদউল্লাহর জন্য মাশরাফির শুভ কামনা

মাহমুদউল্লাহর জন্য মাশরাফির শুভ কামনা

তামিমকে ছাড়িয়ে গেলেন ইমরুল

তামিমকে ছাড়িয়ে গেলেন ইমরুল