দায়িত্বটা উপভোগ করছেন তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ এএম, ১৪ নভেম্বর ২০১৮
দায়িত্বটা উপভোগ করছেন তাইজুল

ব্যাটসম্যানদের দায়িত্বের পর বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষেই চালকের আসনে স্বাগতিক বাংলাদেশ। সফরকারী জিম্বাবুয়েকে ফলোঅনে ফেলে ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে ২১৮ রানে এগিয়ে টাইগাররা।

বল হাতে বাংলাদেশের পক্ষে সফল বোলার ছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ৪০ দশমিক ৩ ওভারে ১০৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। সিলেট টেস্টের দুই ইনিংস পর ঢাকার ম্যাচের প্রথম ইনিংসেও পাঁচ বা ততোধিক উইকেট নেয়া রেকর্ডও গড়েছেন তাইজুল। এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসানের পর টানা তিন ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নেয়া কীর্তি গড়লেন তাইজুল।

বাংলাদেশকে ভালো অবস্থায় পৌঁছে দিতে নিজেই অবদান রাখায় খুশি তাইজুল। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভালো পারফর্মেন্স করলে প্রতিটা ক্রিকেটারের ভাল লাগে। তবে দলটা আগে। দলটা এখন ভাল অবস্থানে আছে।’

নিজের ২১তম ওভারের মধ্যে জিম্বাবুয়ের চার ব্যাটসম্যানকে শিকার করেন তাইজুল। পঞ্চম উইকেট শিকারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাকে। নিজের ৪১তম ওভারে গিয়ে পঞ্চম উইকেট নেন তাইজুল। অর্থাৎ প্রায় ২০ ওভার পর পঞ্চম উইকেট শিকার করতে হয়েছে তাকে। পঞ্চম উইকেট নিতে দেরি হবার সময় হতাশ হননি তাইজুল।

বলেন, ‘হয়তো একটু বেশি সময় লেগেছে। আর ওরাও একটা ভালো জুটি গড়েছিল। ক্রিকেটে তো জুটি হবেই। তবুও আশা ছাড়িনি।’

সাকিব আল হাসান দলে না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে তাইজুলকে, এমন কথাও বললেন, ‘আমি অনেক বেশি বোলিং করার সুযোগ পাচ্ছি। সাকিব ভাই থাকলে হয়তো আমার ওপর এত দায়িত্ব পড়ত না। দায়িত্বটা আমি উপভোগ করছি।’


শেয়ার করুন :


আরও পড়ুন

৫২২ রানে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ

৫২২ রানে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিম প্রথম

ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিম প্রথম

এমন চুমুর রহস্য জানালেন মুশফিক

এমন চুমুর রহস্য জানালেন মুশফিক

বুলবুল-আশরাফুল এখন মুশফিকের পেছনে

বুলবুল-আশরাফুল এখন মুশফিকের পেছনে