দ্বিতীয় টেস্টে পরিবর্তন আনতে পারে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ পিএম, ১২ জানুয়ারি ২০১৮
দ্বিতীয় টেস্টে পরিবর্তন আনতে পারে ভারত

কেপ টাউনে প্রথম টেস্টে ভারতকে ৭২ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শনিবার থেকে সেঞ্চুরিয়নে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে প্রোটিয়াদের। অন্যদিকে এ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা আনার লক্ষ্য টিম ইন্ডিয়ার।

সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে ২৮৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার দায়িত্বশীল ব্যাটিং সত্বেও প্রথম ইনিংসে ২০৯ রান করতে পারে ভারত। ৯২ রানে ৭ উইকেট হারিয়ে ধুকঁতে থাকা ভারতকে লড়াইয়ে ফেরান পান্ডিয়া। ১৪টি চার ও ১টি ছক্কায় ৯৫ বলে ৯৩ রান করেন তিনি।

প্রথম ইনিংসে ৭৭ রানে পিছিয়ে থাকায় দলকে দুর্দান্তভাবে খেলায় ফেরান ভারতের বোলাররা। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের পেস আক্রমনে দিশেহারা করে ফেলেন ভুবেনশ্বর-সামি-বুমরাহ-পান্ডিয়া। ১৩০ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ফলে ম্যাচ জয়ের জন্য ২০৮ রানের সহজ টার্গেটই পায় ভারত।

কিন্তু সেই সহজ টার্গেট পাহাড় সমান করে ব্যাটম্যানদের ব্যর্থতায় হারের স্বাদ পেতে হয় ভারতকে। দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিলান্ডারের বোলিং নৈপুণ্যে ১৩৫ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ৪২ রানে এই ইনিংসে ৬ উইকেট নেন ফিলান্ডার।
প্রথম টেস্টে সতীর্থদের পারফরমেন্স খুশি করেছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিসকে। এমন পারফরমেন্স দ্বিতীয় ম্যাচেও দেখতে চান তিনি।

বলেন, ‘আমাদের বোলাররা খুবই ভালো করেছে। ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। তবে এ জন্য আমি অখুশি নই। কারণ ব্যাটসম্যানদের ভাগ্য সহায় ছিল না। আশা করি, দ্বিতীয় টেস্টে তারা বড় ইনিংস খেলবে। সবচেয়ে বড় কথা, কঠিন অবস্থায় থেকেও ম্যাচ জিততে পেরেছি। তাই আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। দ্বিতীয় টেস্ট জয়ের সামর্থ্য আমাদের রয়েছে। আবারো নিজেদের সেরা প্রদর্শন করে সিরিজ জয় এ ম্যাচেই নিশ্চিত করতে চাই আমরা।’

সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত। তাই জয়ই একমাত্র লক্ষ্য ভারতের অধিনায়ক বিরাট কোহলির, ‘সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জিততেই হবে আমাদের। তবে আমরা কোন চাপ নিচ্ছি না। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। প্রথম টেস্টে আমরা যা করতে পারিনি। দ্বিতীয় টেস্টে তা করে দেখাতে চাই এবং ম্যাচ জিততে চাই। এ ম্যাচে আমাদের জিততেই হবে এবং সিরিজে সমতা আনতে হবে। এ জন্য আমরা নতুন পরিকল্পনা নিয়ে এ টেস্ট খেলতে নামবো। আশা করি আমরা এবার সফল হব।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে একাদশে বেশক’টি পরিবর্তন আনতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ওপেনার হিসেবে প্রথম টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি শিখর ধাওয়ান। দু’ইনিংসে তার মোট রান ১৬। তাই ধাওয়ানের পরিবর্তে লোকেশ রাহুলকে খেলানোর চিন্তা-ভাবনা করছে ভারত। এছাড়া প্রথম টেস্টে পারফরমেন্সে ব্যর্থ রোহিত শর্মাকে সরিয়ে আজিঙ্কা রাহানেকে সুযোগ দিতে পারে দল। আর অসুস্থতার জন্য প্রথম ম্যাচে খেলতে না পারা পেসার ইশান্ত শর্মাকে দেখা যেতে পারে দ্বিতীয় টেস্টে। তবে ইশান্তের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্বান্ত নেয়নি ভারত।

দক্ষিণ আফ্রিকা দল
ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, তিউনিস ডি ব্রুইয়ান, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশব মহারাজ, আইডেম মার্করাম, মরনে মরকেল, ক্রিস মরিস, আন্ডিল ফেলুকুয়াও, ভারনন ফিলান্ডার, কাগিসো রাবাদা, ডুয়াইন অলিভার ও লুঙ্গি এনগিদি।

ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, হার্ডিক পান্ডিয়া, পার্থিব প্যাটেল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, রোহিত শর্মা, মুরালি বিজয়, উমেশ যাদব।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে ৭২ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

ভারতকে ৭২ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

নিজের খোঁড়া গর্তেই ডুবলো প্রোটিয়ারা

নিজের খোঁড়া গর্তেই ডুবলো প্রোটিয়ারা

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

কোহলিদের গোসলের সময় দুই মিনিট

কোহলিদের গোসলের সময় দুই মিনিট