সাকিবের না থাকা বড় ক্ষতি : আফতাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৮
সাকিবের না থাকা বড় ক্ষতি : আফতাব

শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজে সাকিব আল হাসানের না থাকাটা দলের জন্য বড় ক্ষতি বলে মনে করেন বাংলাদেশের এক সময়কার হার্ড-হিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ।

টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার চট্টগ্রামের লোকাল বয় আফতাব আহমেদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বলেছেন।

তিনি বলেন, ‘সাকিবের না থাকাটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। কারণ তার জায়গা পূরণ করা কঠিন। সে আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়। ব্যাটিং-বোলি-ফিল্ডিং তিন বিভাগই সাকিব অপরিহার্য খেলোয়াড়। যারা আছে তারা চেষ্টা করবে সেরা পারফরমেন্স করার। কিন্তু সাকিবের জায়গা পূরণ করা যাবে না।’

সদ্য সমাপ্ত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। তবে লিগ পর্বের শেষ ম্যাচ ও ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় টাইগাররা। ঐ হারের লজ্জা নিয়ে টেস্ট সিরিজ শুরু করতে হচ্ছে বাংলাদেশকে। তবে এ ম্যাচ দিয়ে বাংলাদেশ আবারও ঘুড়ে দাঁড়াবে বলে মনে করেন আফতাব।

বলেন, ‘এই টেস্টটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আমরা হেরে গেছি। এ ম্যাচে আমাদের কামব্যাক হওয়াটা খুবই প্রয়োজন। তাই এ ম্যাচটি বাংলাদেশের জন্য খুব বেশি গুরুত্ব বহন করছে। মানসিকতার দিকে যদি তাকান, তবে বাংলাদেশ ব্যাকফুটে রয়েছে। কারণ ফাইনালে শ্রীলঙ্কাকে কাছে হেরেছে। তবে এই কন্ডিশনে বাংলাদেশকে হারানো সব দলের জন্যই কঠিন।’

আরও বলেন, ‘বাংলাদেশ ওয়ানডেতে খুবই ভালো দল। যখন ৮০ রানে অলআউট হয়, ওটাকে আমি একা দুর্ঘটনা মনে করছিলাম। কিন্তু ফাইনাল হেরে যাওয়ায়তে বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে মানসিকভাবে। তবে নিজেদের কন্ডিশনে টেস্ট ফরম্যাটে বাংলাদেশ ঘুড়ে দাঁড়াবে বলে আশা করছি। প্রতিপক্ষের সকল চ্যালেঞ্জ নেয়ার মত এবং ঘুড়ে দাঁড়ানোর সামর্থ্য বাংলাদেশ দলের আছে।’

ওয়ানডে সিরিজ খোয়ালেও মানসিকভাবে চাঙ্গা হতে পারলে বাংলাদেশ ভালো ফল করতে পারবে বলে মনে করেন আফতাব। এ জন্য একটি স্মৃতির কথাও মনে করিয়ে দিয়েছেন আফতাব, ‘আমাদের এখন আসল সমস্যা হলো- বাংলাদেশের মনোবলটা কী অবস্থায় আছে। সম্প্রতি মনোবলের দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে রয়েছে। এরমধ্যে সাকিবের মত খেলোয়াড় দলে নেই। এমন অবস্থায় বাংলাদেশে পিছিয়ে রয়েছে। এখান থেকে ঘুড়ে দাঁড়াতে হবে এবং শক্তভাবেই ফিরে আসতে হবে যদি ম্যাচে ভালো ফল করতে চায় বাংলাদেশ। এ জন্য শততম টেস্টের ফলের দিকে চোখ দিতে পারে বাংলাদেশ। ঐ টেস্টে শ্রীলঙ্কার মাটিতেই তাদের বিধ্বস্ত করেছি আমরা। ঐ ম্যাচ আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারবে।’

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়ে প্রথম টেস্টে খেলবেন না সাকিব আল হাসান। তাই চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ। প্রথম টেস্টে মাহমুদুল্লাহ’র জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন তিনি। বলেন, ‘মাহমুদুল্লাহ’র জন্য এ ম্যাচটি অনেক বড় চ্যালেঞ্জ। সাকিব না থাকাতেই সে অধিনায়কত্ব পেয়েছে। তাই ওর জন্য বড় চ্যালেঞ্জ আসছে। এর মধ্যে দেখতে হবে, সে কিভাবে দলকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে।’

পরিশেষে বাংলাদেশের জন্য শুভ কামনা জানিয়ে আফতাব বলেন, ‘তারপরও আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ অনেক শক্তিশালী দল। এতে কোন সন্দেহ নেই। আশা করছি তারা অনেক ভালো ফলাফল করবে। ইনশাল্লাহ পুরো সিরিজে আমাদের দল ভালো খেলা উপহার দিবে এবং ভালো ফল অর্জন করবে।’

বাংলাদেশের হয়ে ১৬ টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ১১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন আফতাব। টেস্টে ৫৮২ রান, ওয়ানডেতে ১৯৫৪ রান ও টি-টোয়েন্টিতে ২২৮ রান করেন চট্টগ্রামের এ লোকাল বয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

‘সাকিবের অনুপস্থিতিতে দলে কবুতরের মধ্যে বিড়াল’

‘সাকিবের অনুপস্থিতিতে দলে কবুতরের মধ্যে বিড়াল’

অভিষেক হলো না সাকিবের, অধিনায়ক মাহমুুদুল্লাহ

অভিষেক হলো না সাকিবের, অধিনায়ক মাহমুুদুল্লাহ

আইপিএল নিলাম শেষে কে কোন দলে

আইপিএল নিলাম শেষে কে কোন দলে

খেলোয়াড় নয়, দেশকে মেন্টর হিসেবে দিতে চান মালিঙ্গা

খেলোয়াড় নয়, দেশকে মেন্টর হিসেবে দিতে চান মালিঙ্গা