মমিনুলে মুগ্ধ তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮
মমিনুলে মুগ্ধ তামিম

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ১৭৫ রানে অপরাজিত আছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান মমিনুল হক।

পুরো দিন মুমিনুলের এমন ব্যাটিংয়ে মুগ্ধ পুরো বাংলাদেশ। মুগ্ধতা ছড়িয়েছে টাইগার ওপেনার তামিম ইকবালের কাছেও। তাই প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় মমিনুলের ইনিংসটা ছিল মুগ্ধকর।’

তামিম আরও বলেন, ‘প্রথমেই সে আক্রমণাত্মক ছিল এবং সেভাবেই পুরো ইনিংস খেলে গেছে। যখন সে একশ’ করে তখন তার স্ট্রাইক রেট ছিল ১০৩। আমরা জানতাম এখানে ব্যাটিং করা সহজ হবে, বিশেষ করে প্রথম দিনে। এ ছাড়া মমিনুল তার উইকেটটি নষ্ট করেনি। অনেক সময় দেখা যায়, ব্যাটিং উইকেটে বেশি উত্তেজিত হয়ে ঝুঁকিপূর্ণ শট খেলে অনেকে আউট হয়ে যায়। ও সেটা করেনি। ও জানতো ওর উইকেটটি খুব গুরুত্বপূর্ণ।’

টাইগাদের এ ওপেনার বলেন, ‘একটা বড় জুটি গড়া আমাদের জন্য খুব দরকার ছিল। আমার মনে হয় মুশফিক ও মমিনুল খুব ইতিবাচক ছিল। মারার মতো বল হলে তারা মেরেছে। আমার কাছে মনে হয়, তাদের খেলাটা ভালো ছিল। নটআউট মমিনুল আরও অনেক দূর যাবে আশা করছি। ব্যক্তিগতভাবে মনে করি, তার (মুমিনুল) কিছু প্রমাণ করার ছিল এবং সে সেটা দারুণভাবে করেছে।’

টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১৬তম ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৩ বলে ৫২ রান করে ফিরেন তামিম। এরপরই উইকেটে আসার সুযোগ পান মমিনুল। উইকেটে গিয়ে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ায়ের পঞ্চম সেঞ্চুরির স্বাদ নেন মমিনুল। এছাড়া বাংলাদেশের মধ্যে দ্রুত ২ হাজার রানের রেকর্ডও গড়েন তিনি।

তৃতীয় উইকেটে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে রেকর্ড জুটিও ছিল মমিনুলের। দিন শেষে মমিনুলের অপরাজিত ১৭৫, তামিম ফিফটি ও মুশফিকুর রহিমের ৯২ রানের সুবাদে ৪ উইকেটে ৩৭৪ রান করতে পারে বাংলাদেশ।

নিজেদের পরিকল্পনাগুলো ঠিকঠাকভাবে হওয়াতে খুশি তামিম। বলেন, ‘আমার মনে হয়েছিল, আমরা যদি ইতিবাচক শুরু করি, তাহলে ওরা চাপে পড়ে যাবে। এটাই হয়েছে। আমাদের পরিকল্পনা সফল হয়েছে। এ ছাড়া আমি যে পরিকল্পনা করেছি, সেটা কাজে লেগেছে। ওদের প্রধান বোলারদের আক্রমণ করতে চেয়েছিলাম। আমি সফলভাবেই তা করেছি। এর ফলে ওরা এমন এক পরিস্থিতিতে পড়েছে, যেখানে ওদের আমরা পড়তে দেখতে চেয়েছিলাম। সত্যি কথা বলতে, একটা পর্যায়ে তারা বুঝতে পারছিল না কোথায় বল করবে। আমাদের পরিকল্পনা ছিল আক্রমণ করার। আমরা সেটাতে সফল।’

উইকেট নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘প্রত্যাশিত ছিল আরো বেশি স্পিন হবে। কিন্তু আমরা আগে ব্যাটিং করছি, সুতরাং এ নিয়ে আমাদের অভিযোগ নেই। আমরা যতো বেশি রান করতে পারি, আমার মনে হয় কাল (বৃহস্পতিবার) রান করা কঠিন হবে। আমরা এখন শক্ত অবস্থানে আছি। এখান থেকে আমাদের আরও রান করতে হবে। যতোই ফ্ল্যাট উইকেটে খেলেন না কেনো, বড় রান সব সময়ই কঠিন অন্য দলের জন্য। সুতরাং আমাদের জন্য এটাই নিশ্চিত করতে হবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম দিনে ভালো অবস্থানে বাংলাদেশ

প্রথম দিনে ভালো অবস্থানে বাংলাদেশ

জহুর আহমেদে প্রথম হাজারি মুশফিক

জহুর আহমেদে প্রথম হাজারি মুশফিক

আঙুলে ব্যথা নিয়েই চট্টগ্রামে সাকিব

আঙুলে ব্যথা নিয়েই চট্টগ্রামে সাকিব

সাগরিকা পাড়ের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের পরিসংখ্যান

সাগরিকা পাড়ের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের পরিসংখ্যান