লিড নিয়ে বাংলাদেশকে শাসাচ্ছে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১১ পিএম, ১৫ নভেম্বর ২০১৯
লিড নিয়ে বাংলাদেশকে শাসাচ্ছে ভারত

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের ডান-হাতি পেসার আবু জায়েদের জোড়া উইকেট শিকারের পর লিড নিয়েছে স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৫০ রানের জবাবে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতির আগেই লিড নেয় ভারত।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসেই লিড নেওয়ার পর এখন টাইগার বোলারদের রীতিমত শাসন করছে ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও রাহানে। দুইজনেরই এখন পর্যন্ত (৭২ ওভার শেষে) আগারওয়াল ২২২ বলে ১৩৩ রান এবং রাহানে ১২৪ বলে ৫৮ রান নিয়ে খেলে যাচ্ছেন।

বাংলাদেশের ১৫০ রান পার করে ভারত এখন পর্যন্ত (৭২ ওভার শেষে) ১০৫ রান লিড নিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত ভারত কোথায় ‍গিয়ে থামে সেটিই এখন দেখার বিষয়।

এর আগে দ্বিতীয় দিনের শুরু সকালে আগারওয়াল ও পূজারা হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। হাফ-সেঞ্চুরির পর ব্যক্তিগত ৫৪ রানে বাংলাদেশের পেসার জায়েদের বলে আউট হন পূজারা। এরপর ক্রিজে গিয়ে ২ বলের বেশি খেলতে পারেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। জায়েদের বলে লেগ বিফোর আউট হন তিনি। ফলে খালি হাতে সাজঘরে ফেরেন কোহলি।

দলীয় ১১৯ রানে তৃতীয় উইকেট পতনের পর মধ্যাহ্ন-বিরতির আগ পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন আগারওয়াল ও রাহানে। ৬৯ রানের জুটি গড়েন তারা। আগারওয়াল ১৩টি চার ও ১টি ছক্কায় ১৬৬ বলে ৯১ ও রাহানে ৫টি চারে ৭২ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন। বাংলাদেশের জায়েদ ৫৮ রানে ৩ উইকেট নেন।

এর আগে ইন্দোরের হলকার স্টেডিয়ামে প্রথম দিনই বাংলাদেশকে ১৫০ রানে অলআউট করে দেয় ভারত। এরপর নিজেদের ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ৮৬ রান করে টিম ইন্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ১৫০/১০, ৫৮.৩ ওভার (মুশফিক ৪৩, মমিনুল ৩৭, লিটন ২১, মিঠুন ১৩, মাহমুদউল্লাহ ১০, আবু জায়েদ ৭, সাদমান ৬, ইমরুল ৬; সামি ৩/২৭, ইশান্ত ২/২০, অশ্বিন ২/৪৩, উমেশ ২/৪৭)।


শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে পড়েছি, ঘাটতি পূরণ করা খুবই কঠিন : মমিনুল

পিছিয়ে পড়েছি, ঘাটতি পূরণ করা খুবই কঠিন : মমিনুল

মুশফিকের সামনে দুটি রেকর্ডের হাতছানি

মুশফিকের সামনে দুটি রেকর্ডের হাতছানি

এক নজরে বাংলাদেশ-ভারত টেস্ট ফ্যাক্টবক্স

এক নজরে বাংলাদেশ-ভারত টেস্ট ফ্যাক্টবক্স

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না : কোহলি

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না : কোহলি