দুই ইনিংসে ২ সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি মুমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৭ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮
দুই ইনিংসে ২ সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি মুমিনুল

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির অসাধারন কীর্তি গড়লেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক। চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন মুমিনুল। বাংলাদেশের হয়ে টেস্ট খেলা ৮৭ খেলোয়াড়ের মধ্যে মোমিনুলই প্রথম।

মোমিনুলের এই কীর্তি টেস্ট ইতিহাসের ৮৩তম ঘটনা। সর্বশেষ এটি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। গেল বছরের আগস্টে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১৪৭ ও অপরাজিত ১১৮ রান করেন হোপ। আর আর এমন কীর্তি গড়া প্রথম ব্যাটসম্যান হলেন অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি। ১৯০৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১৩৬ ও ১৩০ রান করেছিলেন বার্ডসলি।

এমন দুর্দান্ত রেকর্ডের দিন বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন ২৬তম ম্যাচ খেলতে নামা মোমিনুল।


শেয়ার করুন :


আরও পড়ুন

লিডের চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা, টাইগারদের হতাশা

লিডের চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা, টাইগারদের হতাশা

দলে ফিরলেন স্টোকস, তবুও শঙ্কা

দলে ফিরলেন স্টোকস, তবুও শঙ্কা

হেনড্রেন-গিলেস্পি হতে পারলেন না মেন্ডিস, তবে শ্রীলঙ্কার প্রথম

হেনড্রেন-গিলেস্পি হতে পারলেন না মেন্ডিস, তবে শ্রীলঙ্কার প্রথম

তামিমের পর মমিনুলের প্রশংসায় হেরাথ

তামিমের পর মমিনুলের প্রশংসায় হেরাথ