আকরামকে টপকে যাওয়া বড় অর্জন : হেরাথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৮
আকরামকে টপকে যাওয়া বড় অর্জন : হেরাথ

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে পেছনে ফেললেন শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ।

ঢাকা টেস্টে বাংলাদেশের বিপক্ষে চার উইকেট নিয়ে আকরামকে পেছনে ফেলেন হেরাথ। ১০৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে আকরামের রয়েছে ৪১৪ উইকেট। ঢাকা টেস্ট শেষে ৮৯ ম্যাচে হেরাথের উইকেট এখন ৪১৫।

চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ৫ উইকেট নিলেও ঢাকা টেস্টের প্রথম ইনিংসে উইকেট শূন্য ছিলেন হেরাথ। তবে দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদানই রাখেন তিনি। পাশাপাশি টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে পাকিস্তানের আকরামকে টপকে যান হেরাথ।

আকরামকে টপকে যাওয়াকে বড় অর্জন বলে মনে করছেন হেরাথ। বলেন, ‘বাঁহাতি বোলার কিংবা স্পিনার যাই বলুন, ৪১৫ উইকেট নিয়ে মাত্রই ওয়াসিম আকরামকে অতিক্রম করলাম। সত্যি কথা বলতে এটা অনেক বড় একটি অর্জন। এর পেছনে যারা অবদান রেখেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

চট্টগ্রাম টেস্ট ড্র’র পর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে সিরিজ জয় করে শ্রীলঙ্কা। তাই এই জয়ের কৃতিত্বটা সবাইকেই দিচ্ছেন হেরাথ। পাশাপাশি নয়া ও বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রশংসাও করেন হেরাথ।

বলেন, ‘জয়ের কৃতিত্বটা দলের সবার। যারা দলের পেছনে থেকে কাজ করেছে তারাও। বিশেষ করে সাপোটিং স্টাফ ও কোচের। আমি হাথুরুসিংহকে ১৫-১৬ বছর ধরে চিনি। তার ক্রিকেটীয় জ্ঞান অনেক ভালো এবং সে জানে কীভাবে তা সকলের মাঝে দিতে হয়। সে সব সময় দলে ভালো পরিবেশ এনে দেয়ার চেষ্টা করে থাকে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

দেড় দিন আগেই হেরে নিলো বাংলাদেশ

দেড় দিন আগেই হেরে নিলো বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বাদ সাতজন, নতুন পাঁচ

টি-টোয়েন্টিতে বাদ সাতজন, নতুন পাঁচ

প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং পিছিয়ে পড়ার কারণ : মাহমুদউল্লাহ

প্রথম ইনিংসে খারাপ ব্যাটিং পিছিয়ে পড়ার কারণ : মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি খেলবে পাঁচ নতুন মুখ

টি-টোয়েন্টি খেলবে পাঁচ নতুন মুখ