বাংলাদেশকে সহজেই হারালো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ এএম, ০৯ মার্চ ২০১৮
বাংলাদেশকে সহজেই হারালো ভারত

নিদাহাস ট্রফিতে বাংলাদেশকে সহজেই হারিয়ে দিল রোহিত শর্মার ভারত। ১৪০ রানের স্বল্প লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার পর লিটন দাস ও সাব্বির রহমানদের ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। ব্যক্তিগত ১৪ রান করে জয়দেব উনাদকাতের বলে যুজভেন্দ্র চাহালের তালুবন্দি হন সৌম্য। ১২ বল খেলে ১৪ রান করেন তিনি।

এরপর দ্রুতই বিদায় নেন আরেক ওপেনর তামিম ইকবালও। ১৬ বলে ১৫ রান শারদুল ঠাকুরের বলে জয়দেব উনাদকাতের তালুবন্দি হন তিনি। মুশফিকুর রহিমও বেশি দূর যেতে পারেননি। দলীয় ৬৬ রানের মাথায় নিজের ব্যক্তিগত ১৮ রানে আউট হয়ে যান তিনি।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ৮ (১), লিটন দাস ৩৪ (৩০), সাব্বির রহমান ৩০ (২৬), মেহেদী হাসান মিরাজ ৩ (৪), রুবেল হোসেন ০ (১), তাসকিন আহমেদ ৮* (৯), মোস্তাফিজুর রহমান ১* (২) রান করেন।

১৪০ রানের ছোট লক্ষ্যে ব্যাট হাতে খুব হালকা মেজাজিই খেলতে থাকে ভারত। কাটার মাস্টার মোস্তাফিজের বলে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যক্তিগত ১৭ রানে ফিরে গেলেও আরেক ওপেনার শিখর ধাওয়ান খেলতে থাকেন খোশ েমেজাজেই। তাসকিনের বলে লিটন দাসের হাতের বন্দি হওয়ার আগে তুলে নেন ৪৩ বলে ৫৫ রান।

এছাড়া সুরেশ রায়না ২৮ ও মানিশ পাণ্ডের ২৭* রানে জয় তুলে নেয ভারত। এছাড়া বাকি দুই ব্যাটসম্যান রিশভ প্যান্ট ৭ ও দিনেশ কার্তিক ২* রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে রুবেল হোসেন দুটি এবং মোস্তাফিজ ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন।

এ জয়ে টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে প্রথম জয় পেল ভারত। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেল বাংলাদেশ। এর আগের ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছিল ভারত।


শেয়ার করুন :


আরও পড়ুন

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

এপ্রিলেই কোচ, আর দেরি নয়

বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার

বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার

মোস্তাফিজদের উৎসাহ দিতে শ্রীলঙ্কায় সাকিব

মোস্তাফিজদের উৎসাহ দিতে শ্রীলঙ্কায় সাকিব

সোশ্যাল মিডিয়া বন্ধ, অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের

সোশ্যাল মিডিয়া বন্ধ, অসন্তোষ ভারতীয় ক্রিকেটারদের