পিএসএলের দিনক্ষণ চূড়ান্ত, ১৬ দিনে ২০ ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০০ এএম, ০৪ জুন ২০২১
পিএসএলের দিনক্ষণ চূড়ান্ত, ১৬ দিনে ২০ ম্যাচ

স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর নতুন তারিখ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি মাসের ৯ তারিখে মাঠে গড়াবে পিএসএলের স্থগিতকৃত অংশ। বৃহস্পতিবার (৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পিসিবি।

চলতি বছরের মার্চে করোনা মহামারির মধ্যেই পিএসএলের ৬ষ্ঠ আসর শুরু করে পিসিবি। পিএসএল চলাকালীন কয়েকজন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় পিএসএল বন্ধ করে দিতে বাধ্য হয়। করোনা প্রকোপ কমা মাত্রই পিএসএল আয়োজনে কাজ শুরু করে পিসিবি।

ফ্র্যাঞ্চাইজিদের সাথে আলোচনা করে চলতি মাসের ১ তারিখে পিএসএল শুরুর কথা ছিল। তবে ভেন্যু পরিবর্তনজনিত সমস্যার কারণে নয়দিন পিছিয়ে চলতি মাসের ৯ তারিখে শুরু হবে পিএসএলের স্থগিতকৃত অংশ। এছাড়াও ক্রিকেটারদের ভিসা সংক্রান্ত জটিলতার কারণেও পিএসএল শুরুর তারিখ পেছাতে বাধ্য হয়েছে পিসিবি।

নতুন সূচি অনুযায়ী চলতি মাসের ৯ জুন পিএসএলের দ্বিতীয় অংশের পর্দা উঠবে আর ২৪ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। এ ১৬ দিনে থাকবে মোট ২০ ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএলের প্রশংসায় আন্দ্রে রাসেল

পিএসএলের প্রশংসায় আন্দ্রে রাসেল

নতুন এক রেকর্ডে ইংলিশ পেসার অ্যান্ডারসন

নতুন এক রেকর্ডে ইংলিশ পেসার অ্যান্ডারসন

ফিরছে আইপিএল, ফিরছে দর্শক

ফিরছে আইপিএল, ফিরছে দর্শক

ঘরোয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাট্রিকনামা

ঘরোয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাট্রিকনামা