কোহলিকে হটাতে বাবরের প্রয়োজন ৫৬ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ এএম, ১২ নভেম্বর ২০২১
কোহলিকে হটাতে বাবরের প্রয়োজন ৫৬ রান

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার মালিক ভারতের বিরাট কোহলি। তবে চলমান বিশ্বকাপে ভারতের সদ্য সাবেক অধিনায়ক কোহলিকে ছাড়িয়ে যেতে পারেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের। বিরাটকে ছাড়িয়ে যেতে বাবরে প্রয়োজন আরও ৫৬ রান।

২০১৪ বিশ্বকাপে ৬ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩১৯ রান করেছিলেন বিরাট কোহলি। কোহলিকে পেছনে ফেলতে ৫৬ রান দরকার বাবরের। বর্তমানে বাবর যে ফর্মে রয়েছেন তাতে ৫৬ রান খুব কঠিন কিছু নয়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর।

চলমান বিশ্বকাপে ৫ ইনিংসের চারটিতে হাফ-সেঞ্চুরি করেছেন বাবর। যেখানে মোট রান ২৬৪। ব্যাট হাতে যে গতিতে রান তুলছেন তাতে কোহলিকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব কিছু নয় বাবরের জন্য।

সুপার টুয়েলভের পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় তোলা পাকিস্তান এবার লড়বে সেমি-ফাইনালে। সেখানে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ফাইনালে পা রাখবে পাকিস্তান।

টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট কোহলির পর এক আসরে সর্বোচ্চ রানের দিক দিয়ে দ্বিতীয়স্থানে আছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান। ২০০৯ সালে ৭ ইনিংসে ব্যাট করে ৩১৭ রান করেছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকে টপকে নতুন রেকর্ডের মালিক বাবর

কোহলিকে টপকে নতুন রেকর্ডের মালিক বাবর

মা’কে ভেন্টিলেটরে রেখে বিশ্বকাপে তিন ম্যাচ খেলেছেন বাবর

মা’কে ভেন্টিলেটরে রেখে বিশ্বকাপে তিন ম্যাচ খেলেছেন বাবর

টি-টোয়েন্টি তালিকায় আটে নেমে গেলেন কোহলি

টি-টোয়েন্টি তালিকায় আটে নেমে গেলেন কোহলি

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি