অক্টোবরেই পর্দা উঠবে বিপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৮ এপ্রিল ২০১৮
অক্টোবরেই পর্দা উঠবে বিপিএল

এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়। ষষ্ঠ আসর মাঠে গড়াবে আসছে অক্টোবরের প্রথম সপ্তাহে। আগামী আসরে কমে আসছে বিদেশি ক্রিকেটারের সংখ্যাও। ম্যাচে সর্বোচ্চ চার বিদেশিকে একাদশে রাখতে পারবে দলগুলো।

ফ্র্যাঞ্চাইজিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিপিএল নভেম্বরে শুরু হয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে পর্দা নামত। এবার ৫ অক্টোবর পর্দা উঠে শেষ হবে ১৬ নভেম্বর।

বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন,‘আমরা বিপিএলের তারিখ ঠিক করে ফেলেছি। ৫ অক্টোবর শুরু, ফাইনাল ১৬ নভেম্বর। যদি ১ অক্টোবর শুরু করতে পারতাম, সবচেয়ে ভাল হত। তাহলে এক সপ্তাহ আগে শেষ করা যেত।’

বিপিএলের পঞ্চম আসরে পাঁচ বিদেশি খেলানোয় অনেক দেশি ক্রিকেটারই দল পাননি। আগের আসরের ভালো পারফর্মারও একাদশে বঞ্চিত হয়েছিলেন বিদেশিদের ভিড়ে। বিষয়টির সমালোচনা করেছিলেন সাকিব আল হাসানের মত ক্রিকেটাররাও। এক মৌসুম পরই আবার তাই আগের চার বিদেশির নিয়মে ফিরে যাচ্ছে বিপিএল। সঙ্গে খেলোয়াড় ধরে রাখার নিয়মও ঠিক করা হয়েছে।

বিসিবি বস নাজমুল হাসান বললেন যে ‘আগের আসরের দল থেকে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৪ জন ক্রিকেটার রিটেইন করা যাবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব, টানা জয়ে শীর্ষে হায়দরাবাদ

ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব, টানা জয়ে শীর্ষে হায়দরাবাদ

বিসিএলের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে মঙ্গলবার

বিসিএলের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে মঙ্গলবার

পারলো না মোস্তাফিজ

পারলো না মোস্তাফিজ

রাজনীতি না, ক্রিকেট আমার জীবন ও মনোযোগ : সাকিব

রাজনীতি না, ক্রিকেট আমার জীবন ও মনোযোগ : সাকিব