জ্যোতিকে নাগরিক সংবর্ধনা দেবে শেরপুর

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১২ জুন ২০১৮
জ্যোতিকে নাগরিক সংবর্ধনা দেবে শেরপুর

টি-টোয়েন্টে এশিয়া কাপে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। আর এ ইতিহাস গড়ার পেছনে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন বাংলাদেশ নারী ক্রিকটে দলের উইকেটকিপার ও ব্যাটম্যান নিগার সুলতানা জ্যোতি।

বাংলাদেশে এ ক্রিকেট তারকা ব্যাট হাতে ভারতের বিপক্ষে ২৪ বলে ২৭ রান করেছেন। যা ফাইনাল ম্যাচ দলীয় সর্বোচ্চ রান। এছাড়া তার এ সর্বোচ্চ রানের বেশ ভালো দুটি পার্টনাশীপ তৈরী হয়, যা বাংলাদেশের জয়কে আরও সহজ করে দেয়।

এদিকে নিগার সুলতানা জ্যোতি এমন কৃতিত্বে নিজ জেলার পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। আগামীকাল বুধবার (১৩ জুন) দুপুর ১টায় শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ নাগরিক সংবর্ধনা দেয়া হবে।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলার বাঘিনী ও শেরপুরের গর্ব নারী এশিয়া কাপ জয়ী তারকা ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতির সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ জেলার বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত থাকবেন।

জেলার অনেকেই জ্যোতিকে সম্মাননা জানাতে উপহার প্রদানের ঘোষণা দিয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে শেরপুরবাসী সকলের উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ক্রিকেটারদের এমন সাফল্যে ভাসছে পুরো দেশ। গতকাল বিসিবির পক্ষ থেকেও দুই কোটি টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন অবহেলিত থাকা নারী ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানো হবে বলেও জানানো হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের চ্যাম্পিয়নে শেরপুরের মেয়ে জ্যোতির সর্বোচ্চ রান

বাংলাদেশের চ্যাম্পিয়নে শেরপুরের মেয়ে জ্যোতির সর্বোচ্চ রান

সালমাদের জন্য দুই কোটি টাকা পুরস্কার

সালমাদের জন্য দুই কোটি টাকা পুরস্কার

বাংলাদেশের প্রথম ট্রফি এনে দিল মেয়েরা

বাংলাদেশের প্রথম ট্রফি এনে দিল মেয়েরা

হোয়াইটওয়াশের লজ্জার দিনেও সাকিবের রেকর্ড

হোয়াইটওয়াশের লজ্জার দিনেও সাকিবের রেকর্ড