টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ৩০ জুলাই ২০২২
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে টানা ব্যর্থতার পর জিম্বাবুয়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন ‘নতুন’ বাংলাদেশ টস হেরে ফিল্ডিংয়ে নামবে।

শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের নেতৃত্বে তারুণ্য নির্ভর দল নিয়ে মাঠে নামছে টাইগাররা। সিনিয়র ক্রিকেটাররা না থাকলেও জয় ভিন্ন কিছু ভাবতে নারাজ অধিনায়ক সোহান।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে ওপেনিংয়ে খেলবেন লিটন দাস ও এনামুল হক বিজয়। এছাড়াও একাদশে আছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন এই ব্যাটার। এছাড়াও ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টিতে ফিরেছেন তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে তিন পেসার খেলাচ্ছেন নতুন অধিনায়ক নুরুল হাসান সোহান। স্পিন আক্রমণে দলকে নেতৃত্ব দিবেন নাসুম আহমেদ।

জিম্বাবুয়ে একাদশে নেই কোনো চমক। ইনজুরির কারণে ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছিল জিম্বাবুয়ে। তাদের পরিবর্তে একাদশে খেলবেন লুক জঙ্গে-রিচার্ড এনগারাভারা।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ
রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভ্রে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, তানাকা শিবাঙ্গা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পাড়ার খেলা নয়, যে যোগ্য সে একাদশে থাকবে: তামিম

পাড়ার খেলা নয়, যে যোগ্য সে একাদশে থাকবে: তামিম

দল অনভিজ্ঞ, মানতে নারাজ অধিনায়ক সোহান

দল অনভিজ্ঞ, মানতে নারাজ অধিনায়ক সোহান

ভবিষ্যৎ না ভেবে বর্তমানে ভালো করতে চান আফিফ

ভবিষ্যৎ না ভেবে বর্তমানে ভালো করতে চান আফিফ

‘আমরা চাইলেই রাসেল-পোলার্ড হতে পারবো না’

‘আমরা চাইলেই রাসেল-পোলার্ড হতে পারবো না’