শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে ‌‘নতুন’ তিনজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২০ অক্টোবর ২০২২
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে ‌‘নতুন’ তিনজন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ইনজুরি ও বদলির তালিকা দিন-দিন বড়ই হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বকাপের জন্য পূর্বে ঘোষিত দল থেকে তিনজন ছিটকে গেছেন। তাদের বদলি হিসেবে নতুন তিনজনকে বিশ্বকাপ স্কোয়াডে অর্ন্তভুক্ত করেছে শ্রীলঙ্কা।

সদ্য ইনজুরিতে পড়া দুশমন্থ চামিরার পরিবর্তে কাসুন রাজিথা ও দানুস্কা গুনাথিলাকার জায়গায় শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে সুযোগ হয়েছে আসেন বান্দারার। এর আগে গত ১৬ অক্টোবর বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কার পরিবর্তে বিনুরা ফার্নান্দোকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

বাঁ-পায়ে কাফ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হয়েছে পেসার চামিরাকে। তার জায়গায় দলে ডাক পাওয়া আরেক পেসার রাজিথা, শ্রীলঙ্কার হয়ে ২০১৯ সালের অক্টোবরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন।

গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাক পেলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি পেসার রাজিথার। দেশের হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। রাজিথার ঝুলিতে আছে ১০ উইকেট।

হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে দলের সাথেই ছিলেন গুনাথিলাকা। তাকে পর্যবেক্ষণে রেখেছিল শ্রীলঙ্কার মেডিকেল দল। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন গুনাথিলাকাও। তার জায়গায় দলে ডাক পেলেন ৪টি টি-টোয়েন্টি খেলা বান্দারা। গত বছরের জুলাইয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন এ মিডল-অর্ডার ব্যাটার।

শ্রীলঙ্কা দলে ইনজুরি তালিকায় এখনও আছেন হ্যামস্ট্রিং ইনজুরির সাথে লড়াই করা পেসার প্রমোদ মাদুশান।

বিশ্বকাপে এবার সরাসরি সুপার টুয়েলভে খেলতে না পারায় শ্রীলঙ্কাকে প্রাথমিক পর্ব খেলতে হয়েছে। তবে ইতিমধ্যে প্রাথমিক পর্ব থেকে বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করে শ্রীলঙ্কা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

টেন্ডুলকারের মতে বিশ্বকাপ শিরোপা জিতবে ভারত

টেন্ডুলকারের মতে বিশ্বকাপ শিরোপা জিতবে ভারত

করোনা পজিটিভ খেলোয়াড়রাও বিশ্বকাপে খেলতে পারবে

করোনা পজিটিভ খেলোয়াড়রাও বিশ্বকাপে খেলতে পারবে

সাত নতুন নিয়মে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাত নতুন নিয়মে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ