মাহমুদউল্লাহ দেখিয়ে দিয়েছে : হাথুরুসিংহে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০৮ মার্চ ২০২৪
মাহমুদউল্লাহ দেখিয়ে দিয়েছে : হাথুরুসিংহে

এশিয়া কাপের শঙ্কায় পড়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের ক্রিকেট ক্যারিয়ার। তবে ময়মনসিংহের অভিজ্ঞ এ ক্রিকেটার হাল ছাড়েননি। জাতীয় দল থেকে বাদ পড়লেও নিজেকে প্রতিনিয়তই প্রস্তুত করেছেন তিনি। চমক দিয়ে বিশ্বকাপ দলে ডাক পাওয়া এবং সদ্য শেষ হওয়া বিপিএলে নিজের নামের প্রতি সুবিচার করেছেন মাহমুদউল্লাহ। যার ধারাবাহিকতা ধরে রেখেছেন চলমান শ্রীলঙ্কা সফরেও।

সফররত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারেরর মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে অনুষ্ঠিত সিরিজের দুই ম্যাচ শেষে ১-১ জয়ে সমতায় রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। অঘোষিত ফাইনালে পরিণত হওয়া শেষ ম্যাচে জয় পেলেই লঙ্কারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড গড়বে নাজমুল-রিয়াদরা।

সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে সিরিজের নানা প্রশ্নের সাথে চন্ডিকাকে উত্তর দিতে হয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও।

টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ফেরা নিয়ে হাথুরুসিংহে বলেন,“সে অনেক অভিজ্ঞতা যোগ করছে। সে যেভাবে বিপিএলে খেলেছে, আমাদের সবাইকে দেখিয়েছে…। এখন সে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে। আমি তাকে যখন বিশ্বকাপে (ওয়ানডে) দেখেছি, সে নিজের খেলা নিয়ে খুবই স্বচ্ছন্দ বোধ করছিল। এখন খুব সুন্দর খেলছে।”
sportsmail24
শুক্রবার (৮ মার্চ) সিলেটে অনুশীলন করেন মাহমুদউল্লাহ, ছবি : বিসিবি

সংবাদ সম্মেলনে তরুণ ক্রিকেটার জাকের আলী অনিকেরও প্রশংসা করেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবারের বিপিএলেই জাকের আলীকে প্রথম দেখেছেন বলে জানান তিনি।

টাইগার কোচ বলেন, “সে (জাকের আলী অনিক) কী করতে পারে, তা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি। শুধু এবারের বিপিএলেই দেখেছি। সে খুবই শান্ত। এটাই চোখে পড়েছে এবারের বিপিএলে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই একটা গুণ আপনার দরকার, আপনি যখন পাঁচ-ছয়-সাতে ব্যাটিং করবেন। ”

তিনি আরও বলেন, “কারণ, বেশির ভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে (জাকের আলী) যা করেছে, তা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।”


শেয়ার করুন :