ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে পাকিস্তান দলে রউফ-হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০২ মে ২০২৪
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে পাকিস্তান দলে রউফ-হাসান

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন দুই পেসার হারিস রউফ এবং হাসান আলী। জুনে শুরু হওয়া বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

আয়ারল্যান্ড-ইংল্যান্ড জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে রাখা হয়েছে গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়া উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান, আজম খান এবং মোহাম্মদ ইরফান খানকে।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল এখনও ঘোষণা করেনি পাকিস্তানের নির্বাচকরা।

লাহোরে এক সংবাদ সম্মেলনে নির্বাচক ওয়াহাব রিয়াজ বলেন, “আমাদের কিছু খেলোয়াড়ের ফিটনেস সমস্যা রয়েছে। আশা করি, ইংল্যান্ড সফরকালীন আমরা বিশ্বকাপের দল চূড়ান্ত দল ঘোষনা করতে পারবো।”

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মনুযায়ী ১ মে’র মধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দিতে হবে। তবে ২৫ মে’র মধ্যে প্রাথমিক দলে পরিবর্তন করা সুযোগও রেখেছে আইসিসি।

গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়ার পর জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলেননি ৩০ বছর বয়সী রউফ। রিয়াজ বলেন, “বোলিং শুরু করেছেন রউফ। ইংল্যান্ড সিরিজের আগে ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যাবে সে।”

২০২২ সালের সেপ্টেম্বর থেকে পাকিস্তানের হয়ে কোন টি-টোয়েন্টি ম্যাচ না খেলা হাসানকে নিয়ে রিয়াজ বলেন, “ব্যাক আপ হিসেবে আমরা হাসানকে দলে নিয়েছি।”

প্রথমবারের মত টি-টোয়েন্টি দলে সুযোগ হয়েছে স্পিন অলরাউন্ডার আঘা সালমানের। পাকিস্তানের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে সালমানের।

১০, ১২ এবং ১৪ মে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে খেলবে পাকিস্তান। ২২ মে থেকে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান। সিরিজের পরের তিন ম্যাচ হবে যথাক্রমে- ২৫, ২৮ এবং ৩০ মে।

পাকিস্তান টি-টোয়েন্টি দল
বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইরফান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আঘা সালমান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।


বিষয়ঃ

শেয়ার করুন :