যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৭ মে ২০২৪
যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে শুক্রবার (১৭ মে) বাংলাদেশ সময় ভোর ৪ টায় হাউসটনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছে নাজমুল হোসেন শান্তর দল। সেখান থেকে বাংলাদেশ দল সরাসারি চলে গেছেন টিম হোটেলে।

বিশ্বকাপের উদ্দেশ্যে বুধবার (১৫ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ দল। বিশ্বকাপের স্কোয়াড ছাড়াও সেই যাত্রায় রয়েছেন টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা।

দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের বিমানবন্দরে শুভেচ্ছা জানান টাইগার ভক্তরা। সমর্থকদের ভিড়ের মুখে পড়েন তাসকিন, লিটন, শান্তরা। এরপর লম্বা বিমান ভ্রমণ শেষে নিরাপদে যুক্তরাষ্ট্র পৌঁছে বাংলাদেশ দল।

২ জুন থেকে বিশ্বকাপ শুরু হলেও বেশ আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ। কারণ, সেখানের কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেওয়া। এছাড়া বিশ্বকাপ পর্বে যুক্ত হওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও দেশটির বিপক্ষে আইসিসির নির্ধারিত একটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। এরপর সর্বশেষ ১ জুন ভারতের বিপক্ষে বাকি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তরা। প্রস্তুতি ম্যাচ শেষে ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু করবে বাংলাদেশ।



শেয়ার করুন :