চূড়ান্ত হয়নি সূচি, বাংলাদেশের বিপক্ষে দল দিল পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৭ এএম, ২১ মে ২০২৫
চূড়ান্ত হয়নি সূচি, বাংলাদেশের বিপক্ষে দল দিল পাকিস্তান

স্বল্প সময়ের যুদ্ধ হলেও নিরাপত্তার কারণে বন্ধ হয়ে যায় ভারত-পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। সেই ধারাবাহিকতায় এলোমেলো হয়ে গেছে ক্রিকেটের আন্তর্জাতিক সিরিজের নির্ধারিত সূচি। তেমনি এবার সূচি চূড়ান্ত না হলেও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ান ছাড়াও শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ জায়গা পাননি। মূলত চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন পথচলা শুরু করেছে পাকিস্তান। সেই ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষেও দেখা গেল। বাংলাদেশের বিপক্ষে এ সিরিজে নেতৃত্ব দিবেন সালমান আলী আগা।

চলমি মে মাসের ২৫ তারিখ শেষ হতে যাওয়া পিএসএল দশম আসরে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করেছে পাকিস্তান। একই সাথে সিরিজটি পাকিস্তানের নবনিযুক্ত প্রধান কোচ মাইক হেসনের প্রথম অ্যাসাইনমেন্ট।

এদিকে, সিরিজটি পাঁচ ম্যাচে হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাবে অনিশ্চয়তা পড়ায় এখন তিন ম্যাচের অনুষ্ঠিত হবে। পাকিস্তানের সাথে ম্যাচ কমে যাওয়ায় আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের চলমান সিরিজে একটি ম্যাচ বাড়ানো হয়েছে।

যুদ্ধের কারণে অনিশ্চিত হয়ে পড়া পাকিস্তানের সিরিজটির এখনো অবশ্য সূচি চূড়ান্ত হয়নি। তবে তিন ম্যাচের সিরিজের সবগুলো টি-টোয়েন্টি পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটা নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তান টি-টোয়েন্টি দল
সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহেবজাদা ফারহান (উইকেটরক্ষক) এবং সাইম আইয়ুব।



শেয়ার করুন :