টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পেল কানাডা। গত আসরের মতো ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে তারা। নতুন বছরের জানুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালের লিগ পর্বে প্রথম পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে ১৩তম দল হিসেবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে কানাডা। শুক্রবার (২১ জুন) দিনগত রাতে লিগ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে নাম লেখায় কানাডা।
কানাডা ও বাহামাস ছাড়াও আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনালের অন্য দুই দল হল বারমুডা এবং কেম্যান আইল্যান্ডস। সমান ৫টি করে ম্যাচ খেলে কানাডা ১০, বারমুডা ৬, আইল্যান্ডস ৪ ও বাহামাস এখনও পয়েন্টের দেখা পায়নি। লিগ পর্বে চার দলেরই ১টি করে ম্যাচ আছে। ওই ম্যাচগুলোর ফলাফল যাই হোক না কেন, পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান নিশ্চিত করে বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথমবারের মতো অংশ নিয়েছিল কানাডা। গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি ম্যাচে হারের স্বাদ পায় কানাডা। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই জয়ের দেখা পেয়েছিল কানাডা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে মোট ২০টি দল অংশ নেবে। আয়োজক ভারত-শ্রীলঙ্কার সাথে ইতমধ্যে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে- বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। বাছাই পর্ব থেকে ইতিমধ্যে নিশ্চিত করলো কানাডা। এখন বাকি রয়েছে আরও সাত দল।
আঞ্চলিক বাছাইপর্ব থেকে বাকি সাত দল চূড়ান্ত পর্বের টিকিট পাবে। ইউরোপ-আফ্রিকা থেকে ২টি করে এবং এশিয়া ও ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৩টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।