বাবর-শাহিন শাহদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৮ জুলাই ২০২৫
বাবর-শাহিন শাহদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্ব বাংলাদেশ সফরের দলে ডাক পাননি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ। তবে তাদের ছাড়াই অভিজ্ঞ ও তরুণ প্রতিভা সমন্বয়ে গঠিত দল নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান।

পিসিবি নির্বাচন প্যানেল অভিজ্ঞ এবং নতুন মুখদের সমন্বয়ে দলটি ঘোষণা করেছে। দলে উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ফখর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ এবং সাইম আইয়ুব এবং মোহাম্মদ আব্বাস আফ্রিদির মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটার। তবে, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহের মতো খেলোয়াড়দের বাদ দেওয়া হয়েছে।

মঙ্গবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দণ দিয়েছে পিসিবি। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উদীয়মান পেসার সালমান মির্জা ও ব্যাটসম্যান আহমেদ দানিয়াল।

পাকিস্তান ক্রিকেট দল ১৭ জুলাই বাংলাদেশে আসার কথা রয়েছে। ২০ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এছাড়া সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মাত্র এক মাস আগে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজে স্বাগতিক পাকিস্তানের কালে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

পাকিস্তান টি-টোয়েন্টি দল
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।



শেয়ার করুন :