শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এ ম্যাচে সর্বশেষ টি-টোয়েন্টি একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে ১ জুন খেলা সর্বশেষ টি–টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের পরিবর্তে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ।
দীর্ঘ ১৪ মাস পর দলে ফিরেছেন সাইফউদ্দিন। ২০২৪ সালের মে মাসে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ
পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিত আসালঙ্কা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ তিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।