চলতি জুলাই মাসেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো সিরিজের দায়িত্ব পালন করা চারজন আম্পায়ারই বাংলাদেশি।
তিন ম্যাচ সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল। আর মাঠ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল, তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুল ও মোরশেদ আলী খান। চারজনই বাংলাদেশি আম্পায়ার।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিসিবি বিবৃতিতে জানানো হয়, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকবেন গাজী সোহেল ও মোরশেদ আলী খান। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন মুকুল। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।
দ্বিতীয় ম্যাচে ফিল্ডের দায়িত্বে থাকবেন মুকুল ও তানভীর। টিভি আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী। সিরিজের শেষ এবং তৃতীয় ম্যাচে ফিল্ডের দায়িত্ব পালন করবেন সোহেল এবং মুকুল। টিভির দায়িত্বে থাকবেন মোরশেদ আলী এবং চতুর্থ আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ।
সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ১৭, ১৮ এবং ১৯ জুলাই অনুশীলন শেষে ২০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই।