মিরপুরে আবারও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে ১৩৩ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ফিফটি করেছেন জাকের আলী অনিক।
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে একাই লড়াই করে শেষ বলে আউট হওয়া জাকের আলী অনিক ৫৫ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রানে ইনিংস খেলেছেন মাহেদী হাসান। আর ওপেনার পারভেজ হোসেন ইমনের ১৩ রান ছাড়া বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।
ইনিংসের দ্বিতীয় ওভারে (১.৩ ওভার) দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর একের পর যাওয়া-আসায় ২৮ রানে চার ব্যাটার সাজঘরে ফিরেন। তাদের মধ্যে নাঈম ৩, লিটন দাস ৮, তাওহিদ হৃদয় শূন্য (০) এবং পারভেজ ইমন ১৩ রান করে আউট হন।
পর পর চারজনকে হারিয়ে মাহেদী হাসানকে নিয়ে হাল ধরে জাকের আলী। ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে ৩৩ রানে মাহেদী ক্যাচবন্দি হলে ভাঙে ৫৩ রানে জুটি। বাংলাদেশের ইনিংসের এটাই সর্বোচ্চ রানের জুটি।
২৫ বলে ২টি করে চার ও ছক্কার মারে ৩৩ রান নিয়ে ফিরেন মাহেদী। যা বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ দ্বিতীয় রানের ব্যক্তিগত সংগ্রহও।
মাহেদী ফিরলে আর কাউকে বড় জুটি হিসেবে পাননি জাকের আলী। একপাশে আগলে রেখে রানের চাকা সচল রাখলেও একে একে সাজঘরে ফিরেন শামীম পাটোয়ারী (১), তানজিম হাসান সাকিব (৭), রিশাদ হোসেন (৮) এবং শরিফুল ইসলাম (৮)।
শেষ দিকে ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি স্পর্শ করার পর শেষ বলে আউট হন ৫৫ রান করা জাকের আলী। ৪৮ বলের তার এই ইনিংসে একটি চারের মারের সাথে পাঁচটি ছক্কা রয়েছে।
বাংলাদেশকে ১৩৩ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তিন বোলার- সালমান মির্জা, আহমেদ দানিয়াল এবং আব্বাস আফ্রিদি।