সেপ্টেম্বরে এশিয়া কাপ, সূচি প্রকাশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৬ জুলাই ২০২৫
সেপ্টেম্বরে এশিয়া কাপ, সূচি প্রকাশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ (পুরুষ) ক্রিকেট আসর। টি-টোয়েন্টি ফরম্যাটে ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারর এশিয়া কাপ। আসরে একই গ্রুপে খেলবে ভারত-পাকিস্তান।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং এসিসির চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এক যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে। যদিও আগে আরেক পোস্টে এশিয়ার কাপের সম্ভাব্য সূচি জানিয়েছিলেন তিনি।

সূচি অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসরটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। টি-টোয়েন্টি ফরম্যাটে আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগাস্তিান এবং হংকং।

৮ দলে এশিয়া কাপে এবারের আসরে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান অংশগ্রহণ করবে। দলগুলো মধ্যে ‘এ’ গ্রুপে পাকিস্তান ও ভারতের সাথে রয়েছে স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং।

এবারের এশিয়া কাপটি ২০২৬ বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির একটি অংশ। যার জন্য ২০ ওভারের ফরম্যাটে হবে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে জড়ানোর ফলে এশিয়া কাপ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এছাড়া বাংলাদেশের ঢাকায় এসিসির বার্ষিক সভা হওয়া নিয়েও ভারতের আপত্তিতে সেই শঙ্কা আরও তীব্র হয়েছিল। যদিও গত বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সভায় ভারত ভার্চুয়ালি যুক্ত হওয়ায় সেই শঙ্কা কেটে যায়।


বিষয়ঃ

শেয়ার করুন :