এনসিএল টি-২০: প্রথম দিনেই বৃষ্টির হানা, বগুড়ার ম্যাচ রাজশাহীতে

মো. ফয়সাল আলম মো. ফয়সাল আলম প্রকাশিত: ১১:২৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫
এনসিএল টি-২০: প্রথম দিনেই বৃষ্টির হানা, বগুড়ার ম্যাচ রাজশাহীতে

বৃষ্টির কারণে বার বার রাজশাহীর ভেন্যু পরিদর্শন করেন আম্পায়াররা

এনসিএল টি-টোয়েন্টি দ্বিতীয় আসরে প্রথম দিনেই হানা দিল বৃষ্টি। শরতের বৃষ্টিতে বগুড়ায় ভেন্যুতে একটা বলও মাঠে গড়াতে পারেনি।রাজশাহীতে অনুষ্ঠিত হলেও ম্যাচটি নামিয়ে আনা হয়েছিল মাত্র ৫ ওভারে। এছাড়া বৃষ্টির কারণে বাকি দুই দিনের বগুড়ার ম্যাচ রাজশাহীতে সরিয়ে নেওয়া হয়েছে।

রাজশাহী এবং বগুড়া ভেন্যু দিয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। এদিকে, প্রথম দিন বৃষ্টি বাধার পর দ্বিতীয় সোমবারও একই শঙ্কা রয়েছে।

রোববার সকাল থেকেই রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ফলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে প্রথম দিনের ম্যাচটি শুরু হতেও বিলম্ব হয়। শেষ পর্যন্ত সকাল সাড়ে ৯টার ম্যাচ দুপুর পৌনে ১টায় শুরু করা সম্ভব হয়। এ সময় ম্যাচের পরিধি নির্ধারণ করা হয় ৫ ওভারের।

রাজশাহী ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিক রাজশাহী বিভাগকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টিতে শুভ সূচনা করেছে ঢাকা মেট্রো। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫ ওভারে ৩ উইকেটে ৬০ রান করে রাজশাহী। জবাবে ৩ বল বাকি থাকতে ৬১ রানের টার্গেট স্পর্শ করে মেট্রো।

রাজশাহীতে ম্যাচটি মাঠে গড়ালেও মুষলধারে বৃষ্টির কারণে বগুড়া ভেন্যুর ম্যাচটি স্থগিত করা হয়। শুধু তাই নয়, বৃষ্টির কারণে বগুড়া ভেন্যুর দুইদিনের ম্যাচ রাজশাহী সরিয়ে নেওয়া হয়েছে।

বিসিবি থেকে জানানো হয়, ভারী বৃষ্টিপাত এবং দুর্বল আউটফিল্ডের কারণে বিসিবির টেকনিক্যাল কমিটি এবং টুর্নামেন্ট কমিটি ১৫ ও ১৬ সেপ্টেম্বরের ম্যাচ দুটি বগুড়া থেকে রাজশাহীতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্টের সাথে জড়িত সকল স্টেকহোল্ডার এবং দলের সাথে পরামর্শের পর এমন জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়।

বগুড়া থেকে রাজশাহীতে ম্যাচ স্থানান্তরের ফলে এখন এক দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নতুন সূচি অনুযায়ী, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহীতে দিনের প্রথম ম্যাচে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ সকাল ১০টা মাঠে নামবে। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ।

পরদিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনের প্রথম ম্যাচে সকাল ১০টা মাঠে নামবে রাজশাহী এবং খুলনা। এছাড়া দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগ।

এদিকে, বগুড়া থেকে দুইদিনের ম্যাচ রাজশাহী স্থানান্তর করা হলেও বৃষ্টির শঙ্কা রয়েই গেছে। রোববার সন্ধ্যা থেকে রাজশাহীতের আবারও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, সোমবারও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে ক্রিকেট প্রেমিদের এখনই হতাশ না হওয়ার তথ্য জানিয়েছেন রাজশাহী বিভাগী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জেমস। বৃষ্টি নিয়ে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামীকাল (সোমবার) ম্যাচ রেফারি ও আম্পায়ার মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত নিবেন।তবে নির্ধারিত সময়ে সকল টিমকেই মাঠে হাজির থাকতে হবে।

তিনি আরও জানান, বগুড়া থেকে রাজশাহী ম্যাচ স্থানান্তর হওয়ায় সোমবার দর্শকরা এক টিকিটে দুটি ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন। টিকিটের মূল্য আগের মতো ১০০ এবং ৫০ টাকাই থাকবে।



শেয়ার করুন :