স্মিথের বিপিএল খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮
স্মিথের বিপিএল খেলা নিয়ে শঙ্কা

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের জন্য নতুন চমক হলো অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। তার কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলার কথা। কিন্তু কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আপত্তির কারণে স্মিথের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এবারের বিপিএলে ডেভিড ওয়ার্নারকে সিলেট সিক্সার্স অধিনায়ক হিসেবেই ঘোষণা করা হয়। আরেক অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথের বিপিএলে খেলার কথা কুমিল্লা ভিক্টোরিয়ানসে। 

বিপিএল ড্রাফটে সবচেয়ে বেশি ৬ কোটি ২২ লাখ টাকা খরচ করেছ কুমিল্লা। ৪ কোটি ২২ লাখ টাকা তারা খরচ করেছে বিদেশি ক্রিকেটার নিতে। বিদেশিদের মধ্যে কুমিল্লা ভিড়িয়েছিল শ্রীলঙ্কার আসেলা গুনারত্নেকেও। কিন্তু আসেলাকে বিপিএলে পাওয়া যাবে না। কুমিল্লা তাঁর জায়গায় দলে ভেড়ায় স্মিথকে।

এতে আপত্তি জানায় রংপুর রাইডার্স। পরে আপত্তি জানায় আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তাদের আপত্তিটা হচ্ছে, বাইলজ অনুযায়ী এখন ড্রাফটের বাইরে বিদেশি ক্রিকেটার নিতে পারবে না কুমিল্লা। কুমিল্লাকে নিতে হবে ড্রাফট থেকেই।

এ বিষয়ে বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বললেন, টেকনিক্যাল কমিটি সমাধান না করতে পারায় বিষয়টি ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। বোর্ড ঠিক করবে, কী করা যাবে। পরের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বা সেটি না হলে আনুষ্ঠানিকভাবে হয়তো তাদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে, স্মিথ ২৮ নভেম্বর বাংলাদেশি ভক্তদের জন্য একটি ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন বলে, উচ্ছ্বসিত তিনি। 

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে কেপটাউন টেস্টে বল টেম্পারিং-এ দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন স্মিথ ও ওয়ার্নার। তবে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলতে কোন বাধা নেই তাদের। তাই কানাডায় গ্লোবাল টি-২০ ও ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছেন তারা। এবার বিপিএলে খেলবেন দু’জনে। 

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর।


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশিদের জন্য স্মিথের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশিদের জন্য স্মিথের শুভেচ্ছা বার্তা

অস্ট্রেলিয়ার নেটে থাকবেন স্মিথ-ওয়ার্নার

অস্ট্রেলিয়ার নেটে থাকবেন স্মিথ-ওয়ার্নার

ওয়েস্ট ইন্ডিজকে ২৫৬ রানের লক্ষ্য দিল টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজকে ২৫৬ রানের লক্ষ্য দিল টাইগাররা

স্ট্রেচারে ফেরা লিটন কি মাঠে ফিরবেন?

স্ট্রেচারে ফেরা লিটন কি মাঠে ফিরবেন?